Hawkerbd.com     SINCE
 
 
 
 
ভিসা মাস্টার কার্ডেও হানা [ পাতা ১০ ] 18/09/2022
ভিসা মাস্টার কার্ডেও হানা
‘আপনার ভিসা এবং মাস্টার কার্ড দুটির নিরাপত্তা তথ্য হালনাগাদ করেননি। হালনাগাদের জন্য কিছু তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। যদি দুই মিনিট সময়ের মধ্যে তথ্য দিয়ে সহযোগিতা না করেন, তাহলে আপনার কার্ডগুলো সাসপেন্ড করা হবে।’ গত ২৭ আগস্ট সকালে দেশের অন্যতম বড় শিল্প গ্রুপ বেক্সিমকোর নির্বাহী পরিচালক মাহবুব আলমকে একটি বেসরকারি ব্যাংকের কার্ড ডিভিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে মিজান নামে এক ব্যক্তি ফোন করে এসব কথা বলেন। সরল বিশ্বাসে তাকে তথ্য দিয়ে এক লাখ টাকা খুইয়েছেন মাহবুব আলম।

সম্প্রতি একইভাবে প্রতারক চক্রের ফাঁদে পড়ে ব্যবসায়ী, প্রকৌশলীসহ অনেকেই টাকা খুইয়েছেন।

এর আগে গোয়েন্দা পুলিশ গ্রাহকের তথ্য বিক্রি করার দায়ে একটি বেসরকারি ব্যাংকের কার্ড ডিভিশনের চুক্তিভিত্তিক এক কর্মকর্তাকে গ্রেপ্তারও করে। যদিও প্রতারক চক্রের সঙ্গে ব্যাংক কর্মকর্তাদের সম্পৃক্ততার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ব্যাংক কর্তৃপক্ষ। তারা দায়ী করে গ্রাহকের অসচেতনতাকে। কিন্তু এ ধরনের ঘটনা বেড়ে যাওয়ায় ব্যাংকের গ্রাহকরা রয়েছেন আতঙ্কে। ব্যাংক থেকে তথ্য বেহাত হচ্ছে এমন দাবি তাদের।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম গতকাল শনিবার দেশ রূপান্তরকে বলেন, ‘ব্যাংকগুলো সবসময় গ্রাহকদের বলছে আপডেট নেওয়ার জন্য কোনো তথ্য চাচ্ছি না, আপনাদের পিন নম্বর দেওয়ার দরকার নেই। কিছু ব্যাংক নিয়মিত প্রচারণাও চালাচ্ছে। এরপরও গ্রাহকরা যদি সচেতন না হয় তাহলে তো স্বাভাবিক অবস্থায় তারা ক্ষতিগ্রস্ত হবেই।’ ব্যাংকের গ্রাহকের তথ্য প্রতারক চক্রের হাতে যাওয়ার ক্ষেত্রে ওই ব্যাংকের কার্ড ডিভিশনের কারও সম্পৃক্ততা রয়েছে কিনা জানতে চাইলে বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি বলেন, ‘সাধারণ কারও এসব তথ্য জানার কথা নয়। নাম অথবা ভোটার আইডি কার্ডের মাধ্যমে তথ্য জানা যায় কিনা আমার জানা নেই।’

টাকা খোয়ানো মাহবুব আলম দেশ রূপান্তরকে জানান, তিনি সরল বিশ্বাসে তথ্য দিয়েছেন। কিন্তু ৪-৫ মিনিট পর ফোনে আসা মেসেজের মাধ্যমে জানতে পারেন, তার ভিসা ও মাস্টার কার্ড থেকে ৫০ হাজার করে এক লাখ টাকা তোলা হয়েছে। তিনি গত ১৩ সেপ্টেম্বর গুলশান থানায় মামলা করেন।

এর আগে গত ১৮ আগস্ট বিকেলে ব্যবসায়ী এস এন জে কবির (৭১) একইভাবে প্রতারণার শিকার হন। তিনি গত ১০ সেপ্টেম্বর হাতিরঝিল থানায় মামলা করেন। গত ৩০ আগস্ট ভিসা কার্ড থেকে ৫০ হাজার টাকা খোয়ান এনএস কনস্ট্রাকশন লিমিটেডের প্রকৌশলী সরদার মো. আমিন (৬৩)।

তদন্তে নেমে একটি চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ (ডিবি)। গত শুক্রবার ও গতকাল শনিবার ফরিদপুর,  সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সোহেল মীর, নাজমুল হোসেন, নাজমুলের মা পারুল ও তারা মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে আড়াই লাখ টাকা ও ১০টি মোবাইল ফোনসেট জব্দ করা হয়েছে।

গোয়েন্দা গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মশিউর রহমান (ডিবি লালবাগে সদ্য বদলি) দেশ রূপন্তরকে বলেন, ‘ইতিপূর্বে বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটলেও ব্যাংকের মাস্টার কার্ড এবং ভিসা কার্ড প্রতারণার বিষয়টি নতুন করে শুরু হয়েছে।’
News Source
 
 
 
 
Today's Other News
• ঢাকা ব্যাংকের বোর্ড সভার তারিখ ঘোষণা
• আমানত এখন ব্যাংকমুখী
• দেশের উন্নয়নে ইসলামী ব্যাংকিং
• হাতে হাতে যাচ্ছে ব্যাংকের টাকা
• তিন উৎসবে রঙ্গিন এনআরবিসি ব্যাংক
• সিটি ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে না বেসিক ব্যাংক
• ডাচ-বাংলা ব্যাংকের ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
• শাহজালাল ইসলামী ব্যাংকের ১৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা
• ডাচ-বাংলা ব্যাংকের ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
• মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved