Hawkerbd.com     SINCE
 
 
 
 
প্রধানমন্ত্রীর ঘর বরাদ্দে চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ [ বাংলাদেশ ] 01/11/2022
প্রধানমন্ত্রীর ঘর বরাদ্দে চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
প্রধানমন্ত্রীর ঘর বরাদ্দে চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত ঘর বরাদ্দ

ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের ৩য় ধাাপের রঙিন সেমি পাকা ঘর বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ঈশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জুর বিরুদ্ধে।

ভূমিহীনদের নামে বরাদ্দকৃত ঘর সচ্ছল পরিবারের সদস্যদের টাকার বিনিময়ে বরাদ্দ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন সুবিধা বঞ্চিত ভুক্তভোগী ভূমিহীন পরিবারের সদস্যরা।

এছাড়া ৪০ দিনের কর্মসূচি,ঘাট ইজারাতে অনিয়ম,জন্ম ও ওয়ারিশ সনদ সহ ট্রেড লাইসেন্সে অতিরিক্ত টাকা আদায় করে আসছেন ওই ইউপি চেয়ারম্যান বলে অভিযোগ তুলেছেন একই ইউনিয়নের ইউপি সদস্যরা। সরজমিনে, আশ্রয়ন প্রকল্পের উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নূরুল্লাপুর গ্রামে ৮ টি পরিবারের মাঝে বরাদ্দকৃত ঘরে ৫ টিতে ও ভাটপাড়া গ্রামের ১০টির মধ্যে ৮ টিতে তালা বন্ধ অবস্থায় দেখা গেছে।

বঞ্চিত ক শ্রেণীর ভূমিহীনরা ঘর বরাদ্দ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। এবং তদন্ত সাপেক্ষে ক শ্রেণীর সঠিক ভূমিহীনদের ঘর বরাদ্দ দেওয়ার দাবি জানান তারা। এবিষয়ে ঈশ্বরদী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জুর বক্তব্য নিতে গেলে সে বক্তব্য না দিয়ে মোটরসাইকেল যোগে চলে যায়।পরে তার মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন,অফিস ৩টা পর্যন্ত। এজন্য বাড়ীতে চলে এসেছি। কোন বিষয়ে কথা বলতে চাই না বলে জানান তিনি।

এদিকে উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা বলেন, ঈশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জুর বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে সত্যতা পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
News Source
 
 
 
 
Today's Other News
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved