Hawkerbd.com     SINCE
 
 
 
 
শর্তসাপেক্ষে জামিন পেলেন নর্থ সাউথের সাবেক দুই ট্রাস্টি [ পাতা ২ ] 11/11/2022
শর্তসাপেক্ষে জামিন পেলেন নর্থ সাউথের সাবেক দুই ট্রাস্টি
অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) সাবেক দুই ট্রাস্টি এমএ কাশেম ও রেহানা রহমানকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন হাইকোর্ট। গতকাল তাদের জামিন প্রশ্নে রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি এসএম কুদ্দুস জামান ও বিচারপতি ফাহমিদা কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় (রুল অ্যাবসলিউট) দেন।

এর ফলে দুই ট্রাস্টির কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাদের অন্যতম আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ। জ্যেষ্ঠ এ আইনজীবী গণমাধ্যমকে বলেন, তাদের বয়স, এজাহারে অসামঞ্জস্যতা, তদন্ত শেষ হওয়ায় তাতে প্রভাব বিস্তারের সুযোগ না থাকার যুক্তিতে জামিন চাওয়া হয়। পরে দুই শর্তে জামিন দেন আদালত। শর্তগুলো হলো, আদালতের অনুমতি ছাড়া তারা দেশের বাইরে এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যেতে পারবেন না।

অন্যদিকে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান গণমাধ্যমকে বলেন, রায়ের বিষয়টি দুদককে জানানো হয়েছে। আপিল করা হবে কিনা সে বিষয়ে দুদক সিদ্ধান্ত নেবে।

এর আগে গত ২ আগস্ট হাইকোর্ট ওই মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দুই ট্রাস্টির জামিন প্রশ্নে রুল দেন। আদালতে দুই ট্রাস্টির পক্ষে আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ ও শাহ মঞ্জুরুল হক শুনানিতে ছিলেন। দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান শুনানি করেন।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি কেনা বাবদ অতিরিক্ত ৩০৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয় দেখিয়ে তা আত্মসাতের অভিযোগে বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে গত ৫ মে মামলাটি করে দুদক। এ মামলায় ওই দুই ট্রাস্টিসহ চার ট্রাস্টির আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। আগাম জামিন আবেদন খারিজ করে দিয়ে ২২ মে হাইকোর্ট তাদের পুলিশে সোপর্দ করেন। এর পর থেকে তারা কারাগারে রয়েছেন। প্রাক্তন এসব ট্রাস্টি কারাগারে থাকা অবস্থায় গত আগস্টে নর্থ সাউথের বোর্ড পুনর্গঠন করে দেয় সরকার। এ সময় কারাগারাধীন চারজনসহ আগের বেশ কয়েকজন ট্রাস্টি এনএসইউ ট্রাস্টি বোর্ড থেকে বাদ পড়েন।
News Source
 
 
 
 
Today's Other News
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved