Hawkerbd.com     SINCE
 
 
 
 
ব্যাংক আলফালাহ’র বাংলাদেশের ব্যবসা অধিগ্রহণ করবে ব্যাংক এশিয়া [ অনলাইন ] 18/04/2024
ব্যাংক আলফালাহ’র বাংলাদেশের ব্যবসা অধিগ্রহণ করবে ব্যাংক এশিয়া
এক্ষেত্রে প্রযোজ্য সকল আইন ও প্রবিধান মেনে এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষের দরকারি অনুমোদন পাওয়ার সাপেক্ষে চুক্তি করা হবে বলে নোটিশে শেয়ারহোল্ডারদের জানিয়েছে বহুজাতিক ব্যাংকটি।
পাকিস্তান-ভিত্তিক ব্যাংক আলফালাহ'র বাংলাদেশে থাকা সম্পদ ও কার্যক্রম অধিগ্রহণে– তাদের প্রস্তাব দিয়েছে বেসরকারি খাতের ব্যাংক এশিয়া। বিদেশি ব্যাংকের বাংলাদেশস্থ সম্পদ অধিগ্রহণে এনিয়ে তৃতীয়বার উদ্যোগ নিল ব্যাংকটি ।

এদেশে ব্যাংক আলফালাহর সম্পদ-দায়সমূহ ও কার্যক্রম অধিগ্রহণে একটি নন-বাইন্ডিং নির্দেশক প্রস্তাব দিয়েছে ব্যাংক এশিয়া। আজ বুধবার (১৭ এপ্রিল) ব্যাংক আলফালাহ'র পরিচালনা পর্ষদ এটির নীতিগত অনুমোদন দিয়েছে। পাকিস্তান স্টক এক্সচেঞ্জে জারি করা ব্যাংক আলফালাহ একটি নোটিশে এসব তথ্য জানানো হয়েছে।

এক্ষেত্রে প্রযোজ্য সকল আইন ও প্রবিধান মেনে এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষের দরকারি অনুমোদন পাওয়ার সাপেক্ষে চুক্তি করা হবে বলে নোটিশে শেয়ারহোল্ডারদের জানিয়েছে বহুজাতিক ব্যাংকটি।

ব্যাংক আলফালাহ তাদের বাংলাদেশের ব্যবসার বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে এখন স্টেট ব্যাংক অব পাকিস্তানের অনুমোদন চাইবে।  

বাংলাদেশে ব্যাংক আলফালাহর মোট সম্পদের স্থিতি ৩ হাজার ১০০ কোটি টাকা। ঢাকায় পাঁচটি, চট্টগ্রাম ও সিলেটে একটি করে তাদের মোট ৭টি শাখা আছে।

১৯৯৯ সালে নোভা স্কটিয়া অধিগ্রহণ করে ব্যাংক এশিয়া। পরে মুসলিম কমার্শিয়াল ব্যাংক লিমিটেড নামের আরেকটি পাকিস্তানী ব্যাংক অধিগ্রহণ করে ব্যাংক এশিয়া।

পাকিস্তানের অন্যতম বৃহৎ ব্যাংক হলো ব্যাংক আলাফালাহ। দেশটির ২০০টির বেশি শহর ও মফস্বলে তাদের ১ হাজার ২৪টির বেশি শাখা রয়েছে। এর বাইরে আন্তর্জাতিক অঙ্গনে উপস্থিতি আছে বাংলাদেশ, আফগানিস্তান, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিক অধিগ্রহণ প্রস্তাবের বিষয়ে আগামী সপ্তাহে এক সভায় বসবে ব্যাংক এশিয়ার পরিচালক বোর্ড। তবে তাঁরা এই অধিগ্রহণ চুক্তির মূল্য সম্পর্কে জানাননি।
News Source
 
 
 
 
Today's Other News
• সোনালী ব্যাংকের নতুন ডিএমডি শামিম উদ্দিন
• সোনালী ব্যাংকের ডিএমডি আবু সাঈদ
• সোনালী ব্যাংকের ডিএমডি আবু সাঈদ
• লক্ষ্যমাত্রার চেয়ে বাংলাদেশের নেট রিজার্ভ কম
• সিটি ব্যাংক ও পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানী মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি স্বাক্ষর
• ব্যাংক একীভূতকরণ কি অর্থনৈতিক দুর্বলতারই বহিঃপ্রকাশ?
• সিটি ব্যাংক-পাইওনিয়ার ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর
• রেকর্ড রিজার্ভকে তলানিতে নিয়ে গেছেন আব্দুর রউফ তালুকদার
• সোনালী ব্যাংকের নতুন ডিএমডি শামিম উদ্দিন
• তিন ইসলামি ব্যাংকের ‘ঋণ কেলেঙ্কারি’ তদন্তের নির্দেশ বাতিল
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved