Hawkerbd.com     SINCE
 
 
 
 
 একশ’ ৩০ কোটি টাকার সরকারি সম্পত্তি ‘ডানকান প্রপার্টিজ’র পেটে [ অনলাইন ] 19/04/2024
দুদকের মামলা
একশ’ ৩০ কোটি টাকার সরকারি সম্পত্তি ‘ডানকান প্রপার্টিজ’র পেটে
একশ’ ৩০ কোটি টাকার বেশি মূল্যমানের সরকারি সম্পত্তি আত্মসাৎ করেছে ‘ডানকান প্রপার্টিজ লি:’ নামক একটি প্রতিষ্ঠান। এ অভিযোগে প্রতিষ্ঠানটির বর্তমান চেয়ারম্যান ইমরান আহমেদসহ ৭ জনের বিরুদ্ধে মামলা (নং-১১,তারিখ-১৮/০৪/২০২৪ খ্রি:) করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল (বৃহস্পতিবার) বিকেলে সংস্থার উপ-পরিচালক মো: ফখরুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক খোকন চন্দ্র মোহন্ত মামলাটি রেকর্ড করেন। মামলায় দÐবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা এবং এর সঙ্গে ১৯৪৭ সনের ২ নং দুর্নীতি প্রতিরোধ আইনের আইনের ৫(২) ধারা প্রয়োগ করা হয়েছে।

এজাহারভুক্ত অন্য আসামিরা হলেন, ‘ডানকান প্রপার্টিজ লি:’র ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এহসান কাদের, প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক সৈয়দ আজিজ আহমেদ, বর্তমান পরিচালক এ.রউফ, ‘দি চাঁদপুর টি কোম্পানি’র অ্যাটর্নি এম.মাহবুব আলম, প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ইকবাল আলমের স্ত্রী মিসেস আলমাস বানু এবং ঢাকা সদরের তৎকালীন সাব-রেজিস্ট্রার মো: রাব্বুস সোবহান।

ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে এজাহারে উল্লেখ করা হয়, দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকার নথি নং-৩০৪-৯৭/মেট্রো/অ:বি: সেল-২ সংশ্লিষ্ট অভিযোগ অনুসন্ধানকালে প্রাপ্ত তথ্য ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে দেখা যায় যে, ঢাকা জেলার সাবেক কেরাণীগঞ্জ থানার ধানমন্ডাই (ধানমন্ডি) মৌজাস্থিত হালে রমনা থানাধীন মাহমুদ নগর মৌজাস্থিত সি.এস. ৪ নং খতিয়ানের সিএস ২৬৮ দাগের উক্ত সম্পত্তি সিএস রেকর্ডে জমিদার রামমানিক্য সেনা, ১নং শ্রীযুক্ত নবাব স্যার সলিমুল্লাহ বাহাদুর সিএসআই সাহেবের পক্ষে ‘কোর্ট অব ওয়ার্ডস’র নামে সিএস জরিপে রেকর্ডভুক্ত হয়। পরবর্তীতে এস.এ.জরিপে সি.এস. জরিপে সি.এস. ২৬৮ দাগের সম্পত্তি জনাব কেএম জাকিউদ্দিন, পিতা- সাহাবদ্দিন, সাং-মাহমুদ নগর’র নামে রেকর্ডভুক্ত হয়। পরবর্তীতে আরএস জরিপে খতিয়ান নং ১০৭ ও ৯৯ দান নং ৩২৬ ও ৩২৭ মূলে সিএস ২৬৮ দাগের আংশিক সম্পত্তিসহ সিএস ২৬৮,২৬৯ দাগের সম্পত্তি রাষ্ট্রপতির ১৬/৭২নং আদেশ মোতাবেক পরিত্যক্ত সম্পত্তি হিসেবে সরকারের পক্ষে পূর্ত ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের নামে রেকর্ডভুক্ত হয়। পরবর্তীতে সিটি জরিপে খতিয়ান নং ১৬১ দাগ নং ৭১১ মোতাবেক ঢাকা জেলার বর্তমান রমনা থানাধীন মাহমুদ নগর মৌজাস্থিত সি.এস. ২৬৮,২৬৭,২৬৯ দাগের ৪৩.৪০ শতক সম্পত্তি রাষ্ট্রপতির ১৬/৭২ নং আদেশ মোতাবেক ‘পরিত্যক্ত সম্পত্তি’ হিসেবে সরকারের পক্ষে পূর্ত ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের রেকর্ডভুক্ত হয়।

এজাহারে আরো বলা হয়, অনুসন্ধানকালে প্রাপ্ত রেকর্ডপত্র ও তথ্যাদি পর্যালোচনায় দেখা যায় যে, গ্রহীতা ‘ডানকান ব্রাদার্স (বাংলাদেশ) লি:’ এবং এর ৩টি অঙ্গ প্রতিষ্ঠান ‘দি মাইজদীহি টি কোম্পানি লি:’ ‘দি আলী নগর টি কোম্পানি লি:’, এবং ‘দি চাঁদপুর টি কোম্পানি লি:’-প্রত্যেকেই ২২, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা’র পক্ষে তৎকালীন এ.এস.এম.ও সোবহান (বর্তমানে মৃত) দাতা মিসেস আলমাস বানু, স্বামী-ইকবাল আলম, ১১/এ, ডেল্টা ৩৬, কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা’র কাছ থেকে রমনা থানাধীন মাহমুদ নগর মৌজার সিএস দাগ নং ২৬৭,২৭০ এবং এসএ ১০৬,১১১ দাগের ৪১ শতাংশ জমি আত্মসাৎ করেন।

এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে অবৈধভাবে লাভবান হয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন। উক্ত সরকারি সম্পত্তি ক্রয়-বিক্রয়ের দলিলে সর্বশেষ বিদ্যমান আর.এস. ও সিটি জরিপের দাগ, খতিয়ান উল্লেখ না করে ভুয়া মালিকানার সি.এস. এবং এস.এ. দাগ খতিয়ানের বর্ণিত তথ্যাদি উল্লেখ করতঃ সম্পত্তির বর্তমান বাজার মূল্য প্রতি শতাংশ ৩ কোটি টাকা হিসেবে ১শ’ ৩০ কোটি ২০ লাখ টাকা মূল্যমানের সরকারি সম্পত্তি আত্মসাৎ করেছেন। সেই সঙ্গে আত্মসাৎকৃত সম্পত্তি জালিয়াতি মূলকভাবে সৃজিত দলিল ‘খাঁটি’ হিসেবে ব্যবহার করে ‘ডানকান প্রপার্টিজ লি:’ কর্তৃপক্ষ বণিক হিসেবে সৃজিত দলিলে উল্লেখিত দাগ মুছে দেয়ার আরজিসহ সরকারি সম্পত্তির দাগ-খতিয়ান সংযোজন করে নিজেদের নামে স্বত্ব ঘোষণার নিমিত্ত আদালতে টাইটেল স্যুট মামলা দায়ের করে অপরাধ সংঘটিত করেছেন। যা দÐবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা এবং এর সঙ্গে ১৯৪৭ সনের ২ নং দুর্নীতি প্রতিরোধ আইনের আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

এদিকে দুদকের অনুসন্ধান সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, প্রতিষ্ঠানটি ‘ডানকান ব্রাদার্স (বাংলাদেশ) লি:’র একটি সহযোগী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির অর্কিড, চা, রাবার এবং ড্রিংকিং ওয়াটার এবং হর্টিকালচারের ব্যবসা রয়েছে। এর মধ্যে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ‘ডানকান প্রপার্টিজ লি:’র ডেভেলপার এবং রিয়েল এস্টেট ব্যবসার নামে প্রতিষ্ঠানটি জাল-জালিয়াতির মাধ্যমে কয়েক হাজার কোটি টাকার সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগ রয়েছে। এসব জালিয়াতির সঙ্গে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজউকের কর্মকর্তাদেরও সংশ্লিষ্টতা বেরিয়ে আসছে। এসব অভিযোগের পৃথক অনুসন্ধান শুরু করেছে দুদক।

এদিকে মামলার বিষয়ে কথা বলতে ‘ডানকান ব্রাদার্স (বাংলাদেশ) লি:’র প্রচারিত ফোন নম্বরে একাধিকবার ফোন করা হয়। কল হলেও অপরপ্রান্ত থেকে সাড়া মেলেনি।
News Source
 
 
 
 
Today's Other News
• গায়ে ১৬ পোশাকে গুঁড়া স্বর্ণ জব্দ সাড়ে চার কেজি
• ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের
• নরসিংদীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ
• নাফ নদের মোহনায় ইয়াবাসহ আটক ৪
• দুই বাংলাদেশিকে অপহরণ করেছে আরসা
• টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে দ্রব্যমূল্য কমবে
• দুবাইয়ে বাংলাদেশিদের শত শত বাড়ি হলো কীভাবে?
• মোবাইল জুয়া ও মাদক সেবনে ধ্বংস হচ্ছে যুবসমাজ
• ৯৭ লাখ টাকা জালিয়াতি, সাত কর্মকর্তা অধরা
• শাহজালালে যাত্রীর শরীরে সাড়ে ৪ কেজি স্বর্ণ
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved