Hawkerbd.com     SINCE
 
 
 
 
প্রবাসীদের সাথে প্রতারণার মাধ্যমেই মামুনের বিলাসী গাড়ি-বাড়ি [ অনলাইন ] 20/04/2024
প্রবাসীদের সাথে প্রতারণার মাধ্যমেই মামুনের বিলাসী গাড়ি-বাড়ি
প্রবাসীদের অপহরণ, এরপর দেশ থেকেই ভুক্তভোগী পরিবারের সাথে যোগাযোগ করে চক্রের কাছে স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে পৌঁছে দেয়া হতো মুক্তিপণের টাকা। আবার দুবাই-মালয়েশিয়ায় ভুয়া ভিসা দিয়ে প্রতারণা করে লুটেছেন কোটি কোটি টাকা। এ ঘটনায় অভিযুক্ত চাঁদপুরের মামুনুরকে তার স্ত্রীসহ গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ।

চাঁদপুরের ফরিদগঞ্জের মামুনুর রশীদ। শূন্য থেকে বনে গেছেন কোটিপতি। বিলাসবহুল গাড়ি নিয়ে ঘুরার পাশাপাশি পরিবার নিয়ে থাকছেন কয়েক কোটি টাকার ফ্ল্যাটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার দিচ্ছেন সেইসবের ভিডিও।

তবে এই অর্থের উৎস কোথায়? শতশত মানুষকে ভুয়া ভিসায় বিদেশে পাঠানোর নাম করে হাতিয়ে নিয়েছে কোট কোটি টাকা। প্রতারণার শিকার হয়েছেন অসংখ্য মানুষ, নিঃস্ব এখন তারা।
 
ভুক্তভোগীরা জানান, মামুন ভুয়া অনলাইন সাইট তৈরি করে এরপর গ্রাহকদের বুঝাতেন তাদের ভিসা অনুমোদন হয়েছে। টাকা পাঠানোর পর দেখা যেত সব আবার বাতিল।

অভিযোগের পর মামুন ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগের তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে মামুন ও তার স্ত্রীকে। উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। রামপুরা থানার উপ পরিদর্শক মো. মমিনুর রহমান বলেন, মালয়েশিয়া কিংবা দুবাইয়ে অপহরণকারীদের হাতে জিম্মি হওয়া প্রবাসীদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করে মামুন পাঠাতো চক্রের কাছে। মামুনের স্ত্রীর অ্যাকাউন্ট থেকেই হতো অর্থ লেনদন।

মানবপাচারকারী চক্রের সঙ্গে জড়িত মামুন ও তার স্ত্রী ছাড়াও অন্যদের গ্রেফতারে অভিযান চলবে বলেও জানায় রামপুরা থানা পুলিশ।
News Source
 
 
 
 
Today's Other News
• উপজেলা চেয়ারম্যান হয়ে লাখপতি থেকে কোটিপতি হন মোস্তাকিম
• বিএনপি নেতা মোমিনসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন
• মুজিবুরের সহায়-সম্পদ আবছারের মামলা বেশি
• ট্রাকচালক থেকে কোটিপতি নূর
• উপজেলা চেয়ারম্যান হয়ে লাখপতি থেকে কোটিপতি হন মোস্তাকিম
• আশুলিয়ায় সাড়ে ৭ লাখ টাকার জাল নোটসহ একজন গ্রেপ্তার
• একটি চক্রই ৫ কোটি টাকার বেশি জাল নোট ছড়িয়েছে: ডিবি
• জীর্ণ কুটির থেকে আলিশান বাড়ির মালিক অসীম গাইন
• ওমরা হজে পাঠানোর কথা বলে প্রায় দুই কোটি টাকা আত্মসাৎ
• ১০০ কোটির লোভে প্রতারকের পকেটে পৌনে ৪ কোটি টাকা: পিবিআই
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved