Hawkerbd.com     SINCE
 
 
 
 
ভুয়া নিয়োগপত্র দিয়ে হাতিয়ে নিতেন অর্থ [ অনলাইন ] 20/04/2024
ভুয়া নিয়োগপত্র দিয়ে হাতিয়ে নিতেন অর্থ
ভুয়া নিয়োগপত্র তৈরি করে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নাটোরের লালপুর থেকে মিরন ইসলাম ওরফে মোস্তাক (৩৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি দেওয়ার নামে প্রতারণা করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। মোস্তাক উপজেলার মহরকয়া ভাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নাটোর র‌্যাব ক্যাম্পের অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রায়হান শফিক। প্রতারণার শিকার হয়ে মোহরকয়া ভাঙ্গাপাড়া এলাকার মো. শফিকুল ইসলাম ওরফে বুদু মণ্ডল লিখিত অভিযোগ দেন। এর ভিত্তিতে গত বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ভুয়া নিয়োগপত্র ও স্ট্যাম্প পেপার উদ্ধার করা হয়েছে।

ভুক্তভোগী শফিকুল ইসলাম বলেন, তাঁর ছেলেকে সৈনিক পদে চাকরি দেওয়ার নামে মোস্তাক ১০ লাখ টাকা দাবি করেন। গত বছরের ৬ জুলাই নিজ বাড়ির আঙিনায় ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে চারবারে ৫ লাখ ২০ হাজার টাকা নেন। অবশিষ্ট ৪ লাখ ৮০ হাজার টাকার চেক দিলে মোস্তাক তাঁর ছেলের নামে সৈনিক পদের নিয়োগপত্র দেন।

শফিকুল আরও বলেন, গত ৩১ জুলাই ছেলেসহ চট্টগ্রামের বায়েজিদ ক্যান্টনমেন্টের সামনে গেলে মোস্তাক ফোন দিয়ে নিয়োগপত্র কাউকে দেখাতে নিষেধ করেন। তিনি বলেন, ‘আমার লোক আপনার কাছে যাবে।’ এভাবে ভুক্তভোগী সেখানে তিন দিন অবস্থান করে আরও ২০ হাজার টাকা খরচ করেন। পরে মোস্তাক ফোন দিয়ে বলেন, ‘আপনি বাড়ি আসেন, আপনার টাকা ফেরত দেব।’

বিষয়টি সন্দেহজনক মনে হলে শফিকুল নিয়োগপত্রটি সেনাবাহিনীর এক সদস্যকে দেখালে তিনি জানান, নিয়োগপত্রটি ভুয়া। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে র‌্যাবের কাছে অভিযোগ করেন।

র‌্যাব ক্যাম্পের অধিনায়ক রায়হান শফিক বলেন, মোস্তাক সৈনিক পদে চাকরির প্রলোভন দেখিয়ে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে লাখ লাখ টাকা নিতেন। এরপর ভুয়া নিয়োগপত্র তৈরি করে দিতেন। চাকরিপ্রার্থীরা কর্মস্থলে গিয়ে জালিয়াতির বিষয়টি জানতে পারলে তাদের ভয়ভীতি দেখাতেন। এ অভিযোগে গ্রেপ্তার মোস্তাককে লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোস্তাক কম্পিউটারে এডিটিং করে অনুমতি ছাড়া সেনাবাহিনীর মনোগ্রামসহ সিল মোহর ও স্বাক্ষর ব্যবহার করে ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেন। অভিযোগকারী বাদী হয়ে লালপুর থানায় তাঁর বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন।
News Source
 
 
 
 
Today's Other News
• ট্রাকচালক থেকে কোটিপতি নূর
• উপজেলা চেয়ারম্যান হয়ে লাখপতি থেকে কোটিপতি হন মোস্তাকিম
• আশুলিয়ায় সাড়ে ৭ লাখ টাকার জাল নোটসহ একজন গ্রেপ্তার
• একটি চক্রই ৫ কোটি টাকার বেশি জাল নোট ছড়িয়েছে: ডিবি
• জীর্ণ কুটির থেকে আলিশান বাড়ির মালিক অসীম গাইন
• ওমরা হজে পাঠানোর কথা বলে প্রায় দুই কোটি টাকা আত্মসাৎ
• ১০০ কোটির লোভে প্রতারকের পকেটে পৌনে ৪ কোটি টাকা: পিবিআই
• শ্রমিক ইউনিয়নের সম্পাদকের বিরুদ্ধে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
• উল্টো ঋণখেলাপিকে জামিনে মরিয়া পদ্মা ব্যাংক, এমডিকে শোকজ
• উল্টো ঋণখেলাপিকে জামিনে মরিয়া পদ্মা ব্যাংক, এমডিকে শোকজ
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved