Hawkerbd.com     SINCE
 
 
 
 
সাভার উপজেলা চেয়ারম্যানের সম্পদ তদন্তের নির্দেশ হাইকোর্টের [ Online ] 23/04/2024
সাভার উপজেলা চেয়ারম্যানের সম্পদ তদন্তের নির্দেশ হাইকোর্টের
সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব ও তার ভাই উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমরের অবৈধভাবে অর্জিত সম্পদের তদন্ত চেয়ে করা রিটের পরিপ্রেক্ষিতে সম্পদের অনুসন্ধান করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসাইনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এমন আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট কামরুন নেছা রত্না।

অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল বলেন, ‘আদালত দ্রুত সময়ের মধ্যে দুদককে সেটা স্বেচ্ছাধীনভাবেই করতে বলেছেন। এর অগ্রগতি জানাতে ও প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর অগ্রগতি না হলে অবগত করতে বলেছেন, তখন রুলসহ আদেশ দেবেন উচ্চ আদালত।’

ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক বলেন, ‘এক মাসে যেহেতু আবেদনটি করা হয়েছে, তাই দুদককে একটু সময় দিলে তারা ব্যবস্থা নেবে। পরে আদালত স্বেচ্ছাধীন তদন্ত করে ব্যবস্থা নিতে বলেছেন।’

সম্প্রতি সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব ও তার ভাই ফখরুল আলম সমরের দুই হাজার কোটি টাকার অবৈধ সম্পদ, বাড়ি-গাড়িসহ রাজনৈতিক প্রভাব খাটিয়ে ১৩টি হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম। প্রকাশিত এসব সংবাদের ভিত্তিতে তাদের অবৈধ সম্পদের তদন্ত চেয়ে দুদকে আবেদন করেন সজীব হোসেন নামে এক ব্যক্তি। এ বিষয়ে ব্যবস্থা না নেওয়ায় দুদকের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেন।
News Source
 
 
 
 
Today's Other News
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved