Hawkerbd.com     SINCE
 
 
 
 
কিশোর গ্যাং বেপরোয়া নেতাদের ছত্রছায়ায় [ পাতা ১২ ] 27/04/2024
কিশোর গ্যাং বেপরোয়া নেতাদের ছত্রছায়ায়
চট্টগ্রাম মহানগরের অন্যতম অভিজাত ও শিক্ষিতদের এলাকা হিসেবে পরিচিত জামাল খানের ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে হঠাৎ করে ঘটেছিল দুই কিশোর গ্রুপের মারামারি ও ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা। একপর্যায়ে বিদ্যালয়ের সামনেই ফুটপাতে আদনান ইসফার (১৫) নামের এক কিশোরকে ছুরিকাঘাত করে অন্যপক্ষের সদস্যরা। গুরুতর আহত ইসফারকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ২০১৮ সালের ১৬ জানুয়ারির এই ঘটনা চট্টগ্রামে প্রথমবারের মতো কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ড ভয়াবহভাবে প্রকাশ্যে দৃশ্যমান হয়। কারণ এই কিশোর গ্যাংয়ের দুটি অংশই নগর আওয়ামী লীগের শীর্ষনেতাদের ছত্রছায়ায় গড়ে ওঠে।

সর্বশেষ গত ৫ এপ্রিল নগরের আকবর শাহ এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় নিহত হন বৃদ্ধ চিকিৎসক কোরবান আলী (৬৫)। গত ২১ এপ্রিল রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে নগরের মনছুরাবাদ এলাকায় কিশোর গ্যাংয়ের হামলার শিকার হন চ্যানেল টুয়েন্টিফোরের ক্যামেরাপারসন সেলিম উল্লাহ। সেখানে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক)

প্যানেল মেয়র আবদুস সবুর লিটনের অনুসারীরা নিজেদের শক্তি প্রদর্শন করতে গিয়ে মারামারিতে জড়ায়। সেলিম উল্লাহ মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন। আর তখনই এক পক্ষের লোকজন এসে তার ওপর হামলা চালায়। ওইদিন পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করে। বুধবার পুলিশ হামলার নেতৃত্ব দেওয়া যুবলীগ নেতা সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে।

ডা. কোরবান আলী খুনের ঘটনায় মূল আসামি কিশোর গ্যাং নেতা গোলাম রসুল নিশানসহ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শুক্রবার বিকালে আকবর শাহ থানার ফিরোজ শাহ কলোনি এলাকায় সমাবেশ করে স্থানীয়রা। সমাবেশ থেকে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।

গত বছরের ২৮ মে নগরের মনছুরাবাদ এলাকায় সন্ত্রাসীদের হামলায় আজাদুর রহমান নামের এক নৈশপ্রহরী খুন হন। চসিকের প্যানেল মেয়র আবদুস সবুর লিটনের ভাইয়ের বিরুদ্ধে এই খুনে জড়িত থাকার অভিযোগ ওঠে। র‌্যাব তাদের গ্রেপ্তারও করে। কিন্তু পুলিশ অভিযোগপত্রের পরিবর্তে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে আদালতে।

চট্টগ্রাম মহানগর পুলিশসূত্র জানায়, নগরের ১৬টি থানায় বর্তমানে অন্তত দুই শতাধিক কিশোর গ্যাং সক্রিয় আছে, যাদের প্রত্যেকের পেছনেই কোনো না কোনো রাজনৈতিক নেতার ইন্ধন আছে। গ্যাং নেতা হিসেবে আছেন ওয়ার্ড কাউন্সিলররাও। এলাকা, ওয়ার্ড ও ইউনিটভিত্তিক এসব কিশোর গ্যাংয়ে অন্তত ২০ জন করে সদস্য রয়েছে। এসব কিশোর গ্যাংয়ের সদস্য হিসেবে নিম্নবিত্ত, লেখাপড়া না জানা কিশোররা যেমন আছে, তেমনি উচ্চ শিক্ষিত পরিবারের স্কুল-কলেজ পড়ুয়ারাও আছে। এমনকি যুবকরাও সক্রিয়। ২০১৮ সালে জামাল খান এলাকায় খুন হওয়া ইসফার আদনানের বাবা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী ছিলেন। ইসফার বাবা-মায়ের একমাত্র সন্তান। সে নগরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বলে পরিচিত কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। ইসফারের নানা প্রয়াত নুরুল আলম চৌধুরী সাবেক রাষ্ট্রদূত এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

পুলিশ জানায়, মূলত এলাকায় নিজেদের আধিপত্য ধরে রাখতে নগদ টাকাসহ নানা প্রলোভন দিয়ে স্থানীয় ও নগর নেতারা এসব কিশোরকে দলে ভেড়ান। এক সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা জড়িয়ে পড়ে চাঁদাবাজিসহ নানা অপরাধে। সময়মতো তাদের হাতে তুলে দেওয়া হয় অস্ত্রও।

নগর পুলিশসূত্র জানায়, গত ছয় বছরে ৫৪৮টি অপরাধের ঘটনায় কিশোর গ্যাং জড়িত। এর মধ্যে খুনের ঘটনা ঘটেছে ৩৫টি। পুলিশ ও র‌্যাব সদস্যরা গত ৬ বছরে একাধিক কিশোর গ্যাংয়ের প্রধানসহ ২০৩ জনকে গ্রেপ্তার করে। তাদের বেশিরভাগই পরে জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরে নতুন করে অপরাধে যুক্ত হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, পুলিশের একার পক্ষে এ ধরনের অপরাধ রোধ করা সম্ভব নয়। এ জন্য সমাজের সচেতন ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। পরিবারের কর্তাব্যক্তিদের সক্রিয় থাকতে হবে। স্কুলপর্যায়েও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। পুলিশ নিজের অবস্থান থেকে অপরাধীদের কোনোভাবেই ছাড় দেবে না।

পুুলিশ ও আদালতসূত্রে জানা যায়, একক ব্যক্তি হিসেবে চকবাজারের ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনুর নেতৃত্বে রয়েছে সবচেয়ে বেশি কিশোর গ্যাং। সম্প্রতি মেহেদী হাসান নামের এক যুবলীগ কর্মীকে ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে অপহরণ করে এনে বেধড়ক মারধর করা হয়। এ ঘটনায় নুর মোস্তফা টিনুর বিরুদ্ধে মামলা হয়। জামিন নিতে গিয়ে তিনদিন জেলও খাটেন তিনি। নুর মোস্তফা এর আগে একে-৪৭ রাইফেল নিয়ে র‌্যাবের হাতে ধরা পড়েন। জেলে থেকেই তিনি চকবাজার ওয়ার্ড কাউন্সিলর হিসেবে উপনির্বাচনে জয়ী হন। নুর মোস্তফা টিনুর প্রতিদ্বন্দ্বী হিসেবে চকবাজার এলাকায় আছেন আরেক কিশোর গ্যাং নেতা আবদুর রউফ। টিনু আগে ছিলেন আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম বিএসসির অনুসারী। এখন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী বলে পরিচয় দেন। যদিও নগর আওয়ামী লীগ বা সহযোগী কোনো সংগঠনেই তার নাম নেই। আবদুর রউফ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী।

স্থানীয় সূত্র জানায়, নুর মোস্তফা টিনুর নেতৃত্বে চকবাজার এলাকায় ১৪টি কিশোর গ্যাং সক্রিয় আছে। এক সময় চকবাজার এলাকা ছিল জামায়াতে ইসলাম ও ছাত্রশিবিরের নিয়ন্ত্রণে। তাদের কোচিং সেন্টার ও ব্যবসা-বাণিজ্য এখন দেখভাল করেন টিনু ও তার লোকজন। এর বাইরে আবদুর রউফসহ একাধিক নেতার নেতৃত্বে আছে আরও অন্তত সাত থেকে আটটি কিশোর গ্যাং। এর পরের অবস্থানে আছেন চান্দগাঁও ওয়ার্ড কাউন্সিলরর এসরারুল হক। তার নেতৃত্বে আছে পাঁচটি কিশোর গ্যাং। কালুরঘাট ভারী শিল্প ও বিসিক তাদের নিয়ন্ত্রণে।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে মো. শামীম নামের এক যুবলীগ নেতা পাহাড়তলী কলেজে প্রকাশ্যে ভোটারদের ওপর হামলা চালান। পরে র‌্যাব অস্ত্রসহ শামীমকে গ্রেপ্তার করে। শামীম নিজেকে ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর অনুসারী বলে পরিচয় দেন। জানা গেছে, এই ওয়াসিমের নেতৃত্বে নগরের জিইসি মোড় এলাকায় চারটি কিশোর গ্যাং রয়েছে। শামীমের বিরুদ্ধে এর আগেও হত্যা মামলা রয়েছে। এর বাইরে নগরে শিল্প এলাকাভিত্তিক কিশোর গ্যাং সক্রিয় আছে। আবার নগরের পাহাড়তলী এলাকায় ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিমের নেতৃত্বে আছে কিশোর গ্যাং। অভিযোগ আছে, সরকারি পাহাড় কাটার কাজে তাদের ব্যবহার করা হয়।

এসব কিশোর গ্যাংয়ের অপরাধ ক্রমশ বেড়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে আদালতেও। জানা যায়, বর্তমানে কিশোর গ্যাংকেন্দ্রিক ২ হাজার ২৩৪টি মামলা বিচারাধীন আছে। চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট আবদুর রশিদ আমাদের সময়কে বলেন, মামলার এই সংখ্যা মহানগর এবং জেলা নিয়েই। তিনি বলেন, কিশোর গ্যাং এখন আমাদের জন্য বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে। তারা অপরাধ করেই যাচ্ছে। তাই মামলার পরিমাণও বেড়ে চলেছে।
News Source
 
 
 
 
Today's Other News
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved