Hawkerbd.com     SINCE
 
 
 
 
মেয়েদের এডিট করা ‘আপত্তিকর’ ছবি ফেসবুকে ছেড়ে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৪ [ অনলাইন ] 29/04/2024
মেয়েদের এডিট করা ‘আপত্তিকর’ ছবি ফেসবুকে ছেড়ে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৪
স্কুল-কলেজপড়ুয়া মেয়েদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডি থেকে ছবি সংগ্রহ করে তা ‘‘আপত্তিকরভাবে’ এডিট করে বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়াসহ নানাভাবে ব্ল্যাকমেইলিং করত একটি চক্র। সেই চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি কম্পিউটার ও বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আজ রোববার দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার আকবর আলী মুন্সী।

গ্রেপ্তার হওয়া চক্রের সদস্যরা হলেন- পাবনা সদর উপজেলার নাজিরপুর গ্রামের ইসতিয়াক আহম্মেদ রঙ্গন, বিল বাদুড়িয়া এলাকার মো. শাহরিয়ার কবির আকাশ, পাবনা পৌর এলাকার রাধানগরের মো. ইমন আহাম্মেদ (২০) ও শালগাড়িয়া এলাকার মো. হাসিবুল হাসান তন্ময় (২২)।

পুলিশ সুপার জানান, ফেসবুকে হয়রানির শিকার হয়ে একাধিক স্কুল-কলেজপড়ুয়া ভুক্তভোগী ছাত্রীদের পরিবার পাবনা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানায়। তারা অভিযোগ করে, মেয়েদের ছবি তাদের ফেসবুক আইডি থেকে সংগ্রহ করে ‘এক্সপোজার অ্যান্ড কনফেশন সেন্টার পাবনা- ইসিসিপি’, ‘দ্যা বস’, ‘দ্যা রোস্ট হাউস’, ‘সত্য কথন ও ইসলাম’, ‘পাবনার অজানা তথ্য’ সহ নানা ফেসুবক পেজে এডিট করা আপত্তিকর ছবি পোষ্ট করে আসছিল একটি চক্র। পরে ফেসবুক পেজ থেকে ওই ছবিগুলো ডিলিট করতে পেজের এডমিনরা ভুক্তভোগীর কাছে টাকা দাবি করে। তাদের দাবি মতো টাকা না দিলে আরও আপত্তিকর ছবি পোষ্ট করার হুমকি দেওয়া হতো। এমন অভিযোগের পরই পুলিশ অভিযানে নামে এবং অভিযানের একপর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় ‘এক্সপোজার অ্যান্ড কনফেশন সেন্টার পাবনা- ইসিসিপি’ এর এডমিন ইসতিয়াক আহম্মেদ রঙ্গন, ইমন আহাম্মেদ ও শাহরিয়ার কবির আকাশ, ‘সত্য কথন ও ইসলাম এবং ‘দ্যা বস’ এর পেজের এডমিন হাসিবুল হাসান তন্ময়কে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, পাবনা জেলায় এসব চক্রের সাইবার বুলিংয়ের শিকার হয়ে বহু ভুক্তভোগী সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন হয়ে ‘আত্মহত্যা’র পথ বেছে নিচ্ছে, অনেকের সংসার ভেঙে যাচ্ছে। তাই গ্রেপ্তার আসামিদের বাহিরে আরও বেশ কিছু গ্রুপের এডমিন রয়েছে যারা প্রতিনিয়ত সাইবার বুলিং করে যাচ্ছে। তারা আমাদের নজদারিতে আছে। যে বা যারাই সাইবার ক্রাইম বা সাইবার বুলিংয়ের জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ডিএম হাসিবুল বেনজীর, সহকারী পুলিশ সুপার (এসএএফ) আরজুমা আকতার, পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী ও পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন তুহিন।
News Source
 
 
 
 
Today's Other News
• দুর্নীতির অভিযোগে বগুড়ার শেরপুরের মেয়রসহ তিনজনকে সাময়িক বরখাস্ত
• কেনাকাটা না করেই ৫০ লাখ টাকার বিল
• মালয়েশিয়ায় পাসপোর্ট জালিয়াতি চক্রের বাংলাদেশি হোতা গ্রেপ্তার
• জালিয়াতি করে মসজিদ নির্মাণের টাকা আত্মসাৎ
• এনএসআইয়ের ভুয়া অফিস : চাকরির নামে প্রতারণা, গ্রেপ্তার ৬
• ফরিদপুরের সাবেক পৌর মেয়র মেথু কারাগারে
• ভয়ংকর প্রতারণার অভিযোগ সেই তনির বিরুদ্ধে, শোরুম সিলগালা
• পুলিশ কর্তার ৫০০ কোটির সম্পদের খোঁজে দুদক
• টাকা পাচারের মামলায় কারাগারে ফরিদপুরের সাবেক মেয়র
• ‘মুক্তিযোদ্ধা সনদে’ চাকরি নেওয়া অতিরিক্ত ডিআইজির সম্পদের পাহাড়!
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved