Hawkerbd.com     SINCE
 
 
 
 
দিনমজুরকে হাত-পা বেঁধে ভবন থেকে ফেলে হত্যার অভিযোগ [ অনলাইন ] 29/04/2024
রাজধানীর গুলশান
দিনমজুরকে হাত-পা বেঁধে ভবন থেকে ফেলে হত্যার অভিযোগ
রাজধানীর গুলশানের নর্দ্দা এলাকায় নির্মাণাধীন ভবনে চুরি সন্দেহে মো. শাকিল (২৬) নামে এক যুবককে পিটিয়ে ভবন থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে মোহাম্মদপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এর আগে গত বৃহস্পতিবার রাতে শাকিলকে নির্মাণাধীন ভবনের ৯ তলায় নিয়ে পিটিয়ে হাত-পা বেঁধে নিচে ফেলে দেওয়া হয়। হত্যার অভিযোগে বাড়ির মালিক জাহাঙ্গীর আলমের ছেলে ইমরান হোসেন শুভকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেলে দেওয়ার পর উদ্ধার করে রাতেই মুমূর্ষু অবস্থায় তাঁকে মোহাম্মদপুরের হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল। গতকাল রোববার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে লাশের ময়নাতদন্ত করা হয়। গতকাল বিকেলে শাকিলের লাশ নিয়ে গ্রামের বাড়িতে রওনা হন স্বজনরা।

শাকিলের স্বজনরা জানান, তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনার মারাকপুরে। বাবার নাম আলেক মিয়া। নর্দ্দার সরকারবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন। কখনও রিকশা চালাতেন, কখনও দিনমজুরির কাজ করতেন। কখনও রাজমিস্ত্রির জোগালি হিসেবেও কাজ করতেন তিনি। তাঁর তিন বছর বয়সী এক ছেলে রয়েছে। এ ছাড়া স্ত্রী ৬ মাসের অন্তঃসত্ত্বা।

নিহতের স্বজন ও পুলিশ জানিয়েছে, চোর সন্দেহে গত বৃহস্পতিবার বিকেলে শাকিলসহ দু’জনকে সরকারবাড়ির প ২১/২/জি নম্বর নির্মাণাধীন ভবনে আটকে মারধর করে ভবনের মালিকের ছেলে ইমরানসহ কয়েকজন। পরে একজনকে ছেড়ে দেওয়া হয়। এর পর শাকিলকে ভবনের ৯ তলায় নিয়ে হাত-পা গামছা দিয়ে বেঁধে ফেলে দিলে একটি ঘরের টিনের চালে পড়েন তিনি। এর পর চাল ফুটো হয়ে ঘরের ভেতরে পড়ে যান শাকিল।
তাঁকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার চিকিৎসকরা তাঁকে আইসিইউতে রাখার পরামর্শ দেন। রাতেই মোহাম্মদপুরে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা যান তিনি।

নিহতের ছোট ভাই হৃদয় মিয়া বলেন, তাঁর ভাই আগে কয়েক দিন ভবনটিতে শ্রমিকের কাজ করেছিলেন। সেখানে পুরোনো বৈদ্যুতিক তার বা পুরোনো সরঞ্জাম লুকিয়ে কেউ বিক্রি করেছে– এমন সন্দেহের জেরে শাকিলকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে মারধরের পর ফেলে দিয়ে হত্যা করা হয়েছে। ভবনের সিসিটিভি ফুটেজে কোথাও শাকিলকে চুরি করতে দেখা যায়নি। চুরির মিথ্যা অভিযোগে আমার ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

গুলশান থানার এসআই আব্দুল কাইয়ুম সমকালকে বলেন, শাকিলের বাবা আলেক মিয়া বাদী হয়ে এজাহারনামীয় পাঁচজনসহ অজ্ঞাতপরিচয় ৫-৬ জনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা করেছেন। যেহেতু শাকিল মারা গেছেন, এখন মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত করা হবে।
News Source
 
 
 
 
Today's Other News
• ‘ফার’র মারপ্যাঁচে আবাসন খাত
• ড্যাপ ও ইমারত নির্মাণ বিধিমালায় সংশোধন চান আবাসন ব্যবসায়ীরা
• নিম্ন আয়ের মানুষের জন্য ১২৬০০ ফ্ল্যাট বানাবে গণপূর্ত মন্ত্রণালয়
• ফার’র মারপ্যাঁচে আবাসন খাত
• ওয়াসা ও রিহ্যাবের মতবিনিময় সভা
• অ-ননুমোদিত বেসরকারি আবাসিক প্রকল্পের জটিলতা নিরসন করতে চায় রাজউক
• বস্তিবাসীর জন্য ফ্ল্যাট বানাবে সরকার
• অ-অনুমোদিত বেসরকারি আবাসিক প্রকল্পের জটিলতা নিরসন করতে চায় রাজউক
• রিহ্যাব চট্টগ্রাম রিজিওনালের সাথে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের মধ্যে মতবিনিময়
• রিহ্যাব চট্টগ্রাম রিজিওনালের সাথে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের মধ্যে মতবিনিময়
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved