Hawkerbd.com     SINCE
 
 
 
 
চেয়ারম্যান প্রার্থী মুজিবুর ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা [ অনলাইন ] 29/04/2024
৪ কোটি টাকার অবৈধ সম্পদ
চেয়ারম্যান প্রার্থী মুজিবুর ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান হাওলাদার ও তার স্ত্রী তাছলিমা আক্তারের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সাড়ে ৪ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দু’টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুদক গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় বাদী হয়ে মামলা দু’টি দায়ের করেন।

মুজিবুর কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

আগামী ৮ মে এ বছরের প্রথম ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২৩ মার্চ প্রথম ধাপের ১৫২টি উপজেলা নির্বাচনের তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এর আগে ২০১৪ সলে মুজিবুর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তবে ২০১৮ সালের নির্বাচনে পরাজিত হন।

দুদক গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় বলেন, ২০১০ সাল থেকে ২০২২ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত মুজিবুর ৭ কোটি ৮২ লাখ ৮৫ হাজার ১৪০ টাকার স্থাবর এবং ৪২ লাখ ৭১ হাজার ৫৮২ টাকার অস্থাবরসহ মোট ৮ কোটি ২৫ লাখ ৫৬ হাজার ৭২২ টাকার সম্পদ অর্জন করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে। এ সম্পদ অর্জনের বিপরীতে তার গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ৬ কোটি ৭৬ লাখ ৮১ হাজার ১১৯ টাকা।

তিনি আরও বলেন, ওই সময়ে তার পারিবারিক ও অন্যান্য ব্যয়ের পরিমাণ ১ কোটি ৯৭ লাখ ৪০ হাজার ৪২০ টাকা। ব্যয় বাদে তার নিট আয় দাঁড়ায় ৪ কোটি ৭৯ লাখ ৪০ হাজার ৬৯৯ টাকায়। অর্থাৎ, মুজিবুর বর্তমানে ৩ কোটি ৪৬ লাখ ১৬ হাজার ২৩ টাকার সম্পদ ভোগ-দখলে রেখেছেন।

এ ছাড়া মুজিবুরের স্ত্রী তাছলিমা দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ২ লাখ ১৮ হাজার ৮০ টাকার তথ্য দেন। তার নিজের কোনো আয় নেই। অথচ তিনি ১ কোটি ৪৩ লাখ ২৯ হাজার ২৮৫ টাকার সম্পদ ভোগ-দখলে রেখেছেন। দুদক আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

এ বিষয়ে মুজিবুর বলেন, ‌আমার জ্ঞাতআয় বহির্ভূত কোনো সম্পদ নেই। উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় আমার জনপ্রিয়তা দেখে ষড়যন্ত্রকারীরা দুদককে দিয়ে মামলা করিয়েছে।
News Source
 
 
 
 
Today's Other News
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved