Hawkerbd.com     SINCE
 
 
 
 
মাদকাসক্ত ৭৬২ নারীর মধ্যে ইয়াবা সেবন করেন ৩৯% [ অনলাইন ] 30/04/2024
মাদকাসক্ত ৭৬২ নারীর মধ্যে ইয়াবা সেবন করেন ৩৯%
আহছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র
ঢাকা আহছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে মাদকাসক্ত ৭৬২ জন নারী ২০১৪ সাল থেকে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। এসব নারীর মধ্যে ৩৯ শতাংশ ইয়াবা গ্রহণকারী। পাশাপাশি গাঁজা সেবন করেন ৩৯ শতাংশ। এ ছাড়া ঘুমের ওষুধ, মদ, শিরায় মাদক গ্রহণকারী ও অন্য মাদক গ্রহণকারী রয়েছেন।

আহছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের সাফল্যের ১০ বছর পূর্তি উপলক্ষে গতকাল সোমবার রাজধানীর শ্যামলীর ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর কার্যালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আহছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে মূল প্রতিবেদন উপস্থাপন করেন প্রতিষ্ঠানের কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস মজুমদার।

ইকবাল মাসুদ বলেন, নারী মাদক নির্ভরশীলদের চিকিৎসাপ্রক্রিয়াটি পুরুষের তুলনায় বেশ জটিল ও সময়সাপেক্ষ। ক্রমবর্ধমান নারী মাদক নির্ভরশীলদের চিকিৎসা ও প্রতিরোধের দিকে বিশেষ নজর দেওয়া উচিত।
এ ক্ষেত্রে অভিভাবক ও নীতিনির্ধারকদের বিশেষ ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, মাদক গ্রহণকারী নারীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়লেও মাদকের চিকিৎসায় পিছিয়ে নারীরা। মাদকের প্রভাব পুরুষের চেয়ে ভিন্নভাবে নারীদের ক্ষতি করে। এ ক্ষেত্রে বলা যায় শারীরিক, মানসিক স্বাস্থ্যের পাশাপাশি প্রজনন স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ে, যার ফলে একজন নারীর সন্তান ধারণ, জন্ম ও লালন-পালন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

আহছানিয়া মিশনের প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সাল থেকে এ পর্যন্ত মোট ৭৬২ জন নারী চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। এর মধ্যে ৩৯ শতাংশ ইয়াবা গ্রহণকারী এবং ৩৯ শতাংশ গাঁজা গ্রহণ করেন। এ ছাড়া ঘুমের ওষুধ, মদ, শিরায় মাদক গ্রহণকারী ও অন্য মাদক গ্রহণকারী রয়েছেন।

আহছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে মানসিক রোগের চিকিৎসা গ্রহণকারীদের মধ্যে সিজোফ্রেনিয়ায় ৩৫ শতাংশ, মুড ডিস-অর্ডার ২৬ শতাংশ, বাইপোলার ১২ শতাংশ, ডিপ্রেশন ১০ শতাংশ, ওসিডি ৬ শতাংশ রয়েছেন।
News Source
 
 
 
 
Today's Other News
• নম্বর মিল রেখে দলিল জালিয়াতি, সিআইডির হাতে গ্রেপ্তার মহুবর
• ভুয়া ইঞ্জিনিয়ার সেজে প্রতারণা করে কলেজছাত্রীকে বিয়ে!
• সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তার পরিবারের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
• সাবেক সেনাপ্রধান আজিজ ও তার পরিবার যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ
• সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
• বান্দরবানে ২ কোটি টাকার আফিমসহ নারী গ্রেপ্তার
• ৭৫ হজযাত্রীর টাকা নিয়ে উধাও এজেন্সি
• ৮ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ২ কোটি ৭০ লাখ টাকা জরিমানা
• ইলিয়াছ ব্রাদার্সের ছয় মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ
• আট ব্যক্তি-প্রতিষ্ঠানকে পৌনে ৩ কোটি টাকা জরিমানা
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved