Hawkerbd.com     SINCE
 
 
 
 
৮টার পর দোকান খুললে বিদ্যুৎ বিচ্ছিন্ন [ পাতা ১ ] 01/05/2024
৮টার পর দোকান খুললে বিদ্যুৎ বিচ্ছিন্ন
রাত ৮টার পর শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ দোকানপাট খোলা রাখলে ডিপিডিসিকে সঙ্গে নিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, চলমান দাবদাহের মধ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান

রাত ৮টার পর বন্ধ রাখার যে আহ্বান বিদ্যুৎ বিভাগ রেখেছে, তা সবাইকে মানতে হবে। গতকাল দুপুরে এক প্রশ্নের জবাবে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

মেয়র তাপস বলেন, আমরা কয়েক বছর আগেই এ ঘোষণা দিয়েছি। এটি নতুন কোনো নির্দেশনা নয়। আমরা অভিযান পরিচালনা করব। প্রসঙ্গত, এপ্রিলের শুরু থেকে চলছে দাবদাহ। তীব্র গরমের মধ্যে ভোগান্তি বাড়িয়েছে লোডশেডিং। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের তথ্য অনুযায়ী, গত সোমবার সারাদেশে ১৬ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে বিতরণ করা হয় ১২ হাজার ৭৫৩ মেগাওয়াট। অর্থাৎ ঘাটতি ছিল তিন হাজার ৪৪৭ মেগাওয়াট। চাহিদা ও সরবরাহের এই ঘাটতির কারণে গত কয়েক দিনে দুই হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং করতে হয়েছে। এ অবস্থায় গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
News Source
 
 
 
 
Today's Other News
• ২৬ মে আঘাতের শঙ্কা, ঝুঁকিতে বাংলাদেশ উপকূল
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved