Hawkerbd.com     SINCE
 
 
 
 
আইএসও সনদ পেল ২২ প্রতিষ্ঠান [ অনলাইন ] 06/05/2024
আইএসও সনদ পেল ২২ প্রতিষ্ঠান
রােববার বিএসটিআইর প্রধান কার্যালয়ে ২২ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে আইএসও সনদ হস্তান্তর করা হয় ফটাে রিলিজ
আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা নিশ্চিত করায় ২২টি প্রতিষ্ঠানকে ২৮টি আইএসও সনদ প্রদান করা হয়েছে। গতকাল রোববার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) প্রধান কার্যালয়ে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে সনদ হস্তান্তর করা হয়।

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের কাছে সনদ হস্তান্তর করেন বিএসটিআইর মহাপরিচালক এস এম ফেরদৌস আলম। অনুষ্ঠানে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) প্রথম সহসভাপতি মো. আমিন হেলালীসহ আইএসও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিএসটিআইর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের ওপর আইএসও ৯০০১:২০১৫ সনদ পেয়েছে লোভেন বায়োসায়েন্স বেভারেজ, সেনা কল্যাণ ইলেকট্রনিকস, জেএইচএম আগারউড, নাভেদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশ, আলমগীর কনস্ট্রাকশন, দি রানী রি-রোলিং মিলস, ফুলকলি ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ, বেসিক পাওয়ার ইঞ্জিনিয়ারিং, এবিএস কেবলস, লাইফ মেড পলিমার টেকনোলজি, এন মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ, হার্বস ওয়ার্ল্ড, এনেক্স লিমিটেড, অ্যাপেক্স মেটাল, নিতা কোম্পানি লিমিটেড ও এবিসি কনস্ট্রাকশন কেমিক্যাল লিমিটেড। এ ছাড়া জে এইচ এম আগারউড, পিওরিয়া ফুড প্রডাক্টস, এবিএস কেবলস, এন মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ পরিবেশ ব্যবস্থাপনার ওপর আইএসও ১৪০০১:২০১৫ সনদ পেয়েছে। ভিটালেক ডেইরি অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ, নওরিশ ফুডস, কেয়ার নিউট্রেশন, প্রাইম পুষ্টি, জাভেদ এগ্রো ফুড প্রসেসিংকে খাদ্য ব্যবস্থাপনার ওপর আইএসও ২২০০০:২০১৮ সনদ প্রদান করা হয়। জেএইচএম আগারউডকে অকুপেশনাল হেলথ সেফটি ম্যানেজমেন্টে আইএসও ৪৫০০১:২০১৮ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উন্নত কর্মপরিবেশ ও ব্যবস্থাপনার ওপর গুরুত্ব আরোপ করে বিএসটিআইর মহাপরিচালক এসএম ফেরদৌস আলম বলেন, বিএসটিআই থেকে প্রতিষ্ঠানগুলোর আইএসও সনদ গ্রহণ প্রমাণ করে পণ্যের মান ও ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশ আরও উন্নতির দিকে যাচ্ছে। যত বেশি ভালো প্রতিষ্ঠান গড়ে উঠবে, দেশ তত বেশি উন্নত হবে। ইতোমধ্যে দেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বিএসটিআই থেকে ‘হালাল’ সনদ প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

News Source
 
 
 
 
Today's Other News
• সোনা কি রিজার্ভ মুদ্রা হয়ে উঠছে
• ব্যবসা ও বিনিয়োগ বাড়াতে ইএসজি কমপ্লায়েন্সের চাহিদা বাড়ছে
• শ্রমিকদের পেছনে রেখে বাজেট হতে পারে না
• বাস্তবসম্মত পদক্ষেপ নিন
• বাড়বে ভ্যাট, ভুগবে ভোক্তা
• অটোগ্যাস স্টেশন নির্মাণে ১০ বছর শুল্কমুক্ত সুবিধা চান ব্যবসায়ীরা
• মূল্যস্ফীতি: অর্থনীতির এ দুষ্টক্ষত নিরাময় জরুরি
• মেরিটাইম সিল্ক রোডে বাংলাদেশের সম্ভাবনা ও চ্যালেঞ্জ
• বাজেটে শ্রমিকের জন্য রেশনিং বরাদ্দের দাবি
• যুক্তরাষ্ট্রের কৌশল কাজ করছে না, আরো চীনমুখী হচ্ছে বাংলাদেশ
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved