Hawkerbd.com     SINCE
 
 
 
 
উন্নয়নে এবার বিদেশি ঋণ লাখ কোটি টাকা [ পাতা ৮ ] 06/05/2024
উন্নয়নে এবার বিদেশি ঋণ লাখ কোটি টাকা
দেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) তৈরির সময় প্রতি অর্থবছরই বাড়িয়ে ধরা হয় বিদেশি সহায়তা লক্ষ্য। কিন্তু বাস্তবায়ন অদক্ষতার কারণে লক্ষ্যমাত্রা অনুযায়ী, খরচ করতে না পারায় মাঝপথে আবার তার একটি বড় অংশ কাটছাঁট করতে হয়। আগামী অর্থবছরেও তার ব্যতিক্রম হচ্ছে না। ২০২৪-২৫ অর্থবছরের উন্নয়ন বাজেটে রেকর্ড বৈদেশিক সহায়তার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে।

জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের উন্নয়ন বাজেটের আকার খুব বেশি না বাড়লেও বাড়ছে বিদেশি ঋণের লক্ষ্যমাত্রা। চলতি অর্থবছরের উন্নয়ন বাজেটে যেখানে ৯৪ হাজার কোটি টাকা ছাড়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তা আগামী অর্থবছরে বাড়িয়ে এক লাখ কোটি টাকা করা হচ্ছে, যা চলতি অর্থবছরের মূল এডিপির তুলনায় ৬ হাজার কোটি টাকা এবং সংশোধিত এডিপির তুলনায় ১৬ হাজার ৫০০ কোটি টাকা বেশি।

যদিও লক্ষ্যমাত্রা অনুযায়ী খরচ করতে না পারায় চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে বরাদ্দ সাড়ে ১০ হাজার কোটি টাকা কমিয়ে ৮৩ হাজার ৫০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, বৈদেশিক ঋণছাড়ের লক্ষ্যমাত্রা বাড়ানোর আগে অর্থ খরচের সক্ষমতা বাড়ানো জরুরি।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, সম্প্রতি মন্ত্রণালয় ও বিভাগগুলোর সঙ্গে অনুষ্ঠিত সিরিজ বৈঠকের মাধ্যমে এডিপিতে বৈদেশিক সহায়তার এই আকার নির্ধারণ করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য ২০২৪-২৫ অর্থবছরের উন্নয়ন বাজেটের বর্ধিত প্রাথমিক খসড়া উত্থাপন করে এডিপির আকার চূড়ান্ত করা হবে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের এডিপিতে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ বা সংস্থার বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্পের বরাদ্দ নির্ধারণের জন্য চার দিনের সিরিজ বৈঠক হয়েছে। এর আগে প্রকল্প-সংশ্লিষ্টদের কাছে বরাদ্দের ধারণা চাওয়া হয়। বৈঠকগুলোতে বিস্তারিত আলোচনার পরই প্রকল্পভিত্তিক বরাদ্দের প্রাথমিক খসড়া তৈরি করা হয়। আগামী অর্থবছরের এডিপিতে বৈদেশিক সহায়তা গত অর্থবছরের মূল এডিপির তুলনায় প্রায় ১৭ শতাংশ এবং সংশোধিত এডিপির তুলনায় প্রায় ৬ শতাংশ বাড়ানো হয়েছে।

ইআরডির এক কর্মকর্তা জানান, ইতিমধ্যেই পরবর্তী আগামী অর্থবছরের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য বৈদেশিক সহায়তার লক্ষ্যমাত্রা প্রস্তুত করা হয়েছে, যা গত অর্থবছরের মূল এডিপির চেয়ে বেশি হবে। প্রাথমিক খসড়া চূড়ান্ত করার জন্য ইতিমধ্যে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।

আগের অর্থবছরগুলোর এডিপিতে বৈদেশিক সহায়তার বরাদ্দ পর্যালোচনা করে দেখা যায়, চলতি ২০২৩-২৪ অর্থবছরের এডিপিতে বৈদেশিক সহায়তার বরাদ্দ ধরা হয়েছিল ৯৪ হাজার কোটি টাকা। কিন্তু সংশোধিত এডিপিতে প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকা কাটছাঁট করে বরাদ্দ নির্ধারণ করা হয় ৮৩ হাজার ৫০০ কোটি টাকা।

গত ২০২২-২৩ অর্থবছরের এডিপিতে বৈদেশিক অংশের বরাদ্দ ছিল ৯২ হাজার ২০ কোটি টাকা, সংশোধিত এডিপিতে কমিয়ে এনে বরাদ্দ ধরা হয়েছিল ৭৪ হাজার ৫০০ কোটি টাকা।
News Source
 
 
 
 
Today's Other News
• ‍নগদ ডিজিটাল ব্যাংকে নারী উদ্যোক্তারা পাবেন বিশেষ ঋণ সহায়তা: পলক
• সুদ পরিশোধে যাবে লাখ কোটি টাকা
• এডিপিতে সরকারের নিজস্ব উৎসের বরাদ্দ কমেছে
• বৈদেশিক মুদ্রা বাজার স্থিতিশীলতায় ক্রলিং পেগ কতটা সহায়ক
• দুর্যোগে ঋণের ১ লাখ কোটি টাকা ক্ষতি হতে পারে
• এ বছরের বাজেট হবে ৮ লাখ কোটি টাকার
• সংকটেও উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা রিজার্ভে
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved