Hawkerbd.com     SINCE
 
 
 
 
dailyspandan.com [ অনলাইন ] 06/05/2024
ঝিকরগাছায় সোনালী ও অগ্রণী ব্যাংক বন্ধ রেখে নির্বাচনের ট্রেনিংয়ে কর্মরতরা, ভোগান্তিতে গ্রাহক
এম আলমগীর, ঝিকরগাছা : পূর্ব ঘোষণা ছাড়াই যশোরের ঝিকরগাছায় সোনালী ও অগ্রণী ব্যাংক বন্ধ রাখায় ভোগান্তিতে পড়ছেন ব্যাংক দুটির গ্রাহকেরা। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ব্যাংক দুটির সব কয়েকজন কর্মকর্তা প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন। এ জন্য তারা প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। যার কারণে ব্যাংক দুইটি দুদিনের জন্য বন্ধ রাখা হয়েছে। ফলে  শুক্র ও শনিবার দুইদিন সরকারি ছুটির পর গতকাল রোববার লেনদেন করতে পারেননি গ্রাহকেরা। আজ সোমবারও পারবেন না।

রোববার সকালে সরেজমিনে ব্যাংক দুটিতে গিয়ে দেখা যায়, মেইন গেট বন্ধ রয়েছে। একটা নোটিশ টাঙানো হয়েছে। অগ্রণী ব্যাংকের সামনের নোটিশে লেখা রয়েছে, ‘আসন্ন উপজেলা নির্বাচনের প্রশিক্ষণ কার্যক্রমে অত্র শাখার কর্মকর্তাদের অংশগ্রহণজনিত কারণে আগামী রোববার (৫ মে) ও সোমবার (৬ মে) অত্র শাখা বন্ধ থাকবে।’ সোনালী ব্যাংকের সামনেও এমন নোটিশ টাঙানো।

৮০ বছর বয়সী মণিরামপুর উপজেলার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সাত্তার এদিন এসেছিলেন টাকা ওঠাতে। তিনি বলেন, আমার ধান ক্ষেতে শ্রমিকেরা কাজ করছেন। তাদের মজুরি দেয়ার জন্য ব্যাংকে টাকা তুলতে এসেছি। এতদূর থেকে এসে দেখি ব্যাংক বন্ধ।

প্রায় ৪০ কিলোমটার দূরের মণিরামপুর উপজেলার কুলটিয়া গ্রাম থেকে টাকা তুলতে আসেন অমৃত লাল পাড়ে। তিনি বলেন, ব্যাংক আমাদের সঙ্গে অন্যায় করেছে। এতোদূর থেকে এসে দেখি ব্যাংক বন্ধ। আমার এখন টাকারও খুব প্রয়োজন। কী করব বুঝতে পারছি না।

ঝিকরগাছা হাসপাতাল রোডের সাবেক পুলিশ সদস্য শেখ আনোয়ার হোসেন বলেন, টাকা তুলতে এসে দেখি নোটিশ টাঙিয়ে দেয়া হয়েছে দুদিনের জন্য ব্যাংক বন্ধ, ব্যাংক আগেভাগে আমাদের কিছু জানায়নি।

সরসকাটি গ্রামের আতিয়ার রহমান বলেন, কারও কোনো জবাবদিহিতা নেই। ব্যাংকের কর্মচারীরা ভোটের ট্রেনিংয়ে গেছে, তাই দুদিনের জন্য ব্যাংক বন্ধ ঘোষণা করেছে।

কৃষ্ণনগর গ্রামের বুলু মন্ডল বলেন, দেনা দেয়ার জন্য ব্যাংকে ৩৮ হাজার টাকার চেক নিয়ে এসেছি টাকা তুলতে। এসে দেখি গেটে তালা মারা, ভেতর থেকে বলেছে দুদিন ব্যাংক বন্ধ।

অগ্রণী ব্যাংকের আরেক নারী গ্রাহক বলেন, রোদ গরমের মধ্যে ব্যাংকে এসেছিলাম টাকা জমা দিতে। এখন দেখছি ব্যাংক বন্ধ।

ঝিকরগাছা সোনালী ব্যাংকের ম্যানেজার মহসিন আলী বলেন, নির্বাচনের প্রশিক্ষণে ব্যাংকের সকল অফিসারকে নিয়ে যাওয়া হয়েছিল। পরে দুপুর সাড়ে ১২টার দিকে ইউএনও সাহেবের সঙ্গে কথা বলে স্বল্প পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু করা হয়েছে।

অগ্রণী ব্যাংকের ম্যানেজার  মনিরুল ইসলাম বলেন, নির্বাচনের ডিউটির কারণে দুদিন ব্যাংক বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। এখানে আমাদের কিছু করার নেই। তবে ডিউটি শেষে বিকেল ৪টা থেকে এক ঘণ্টা ব্যাংকিং কার্যক্রম চলবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ বলেন, নির্বাচনের ডিউটির প্রশিক্ষণের জন্য আমরা আগেই সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে কথা বলেছিলাম। তারা জানিয়েছিল ব্যাংকে দুজন কর্মকর্তা থাকলে তারা ব্যাংকিং কার্যক্রম সচল রাখতে পারবে। সেই হিসেবে দুজনের জন্য ৯ ও ১০ মে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ব্যাংক দুটি কেনো দুদিন বন্ধ ঘোষণা করল সেটা আমি বলতে পারব না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল জানান, নির্বাচনের ডিউটি থাকলেও স্বল্প পরিসরে ব্যাংক খোলা থাকার কথা। অগ্রণী ব্যাংকের কথা জানা ছিল না। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
News Source
 
 
 
 
Today's Other News
• ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন
• কেন্দ্রীয় ব্যাংকের রহস্যজনক লুকোচুরি
• বাংলাদেশ ব্যাংক স্বাধীন সত্তা হারিয়ে ফেলেছে
• প্রথম প্রান্তিকে লোকসানে ২ ব্যাংক
• অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপনায় নেতৃত্বের মান্নোয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা
• অগ্রণী ব্যাংকে ব্যবসায়িক অগ্রগতি বিষয়ক আলোচনা সভা
• এক্সিম ব্যাংক ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে ব্যাংকাস্যুরেন্স চুক্তি
• পাঁচদিনে ডাচ-বাংলা ব্যাংকের দাম কমলো ১১০৭ কোটি টাকা
• সাপ্তাহিক দর পতনের শীর্ষে ডাচ্-বাংলা ব্যাংক
• মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ভল্ট ঘিরে রেখেছে পুলিশ
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved