Hawkerbd.com     SINCE
 
 
 
 
রাউজানে ঋণের প্রলোভনে প্রায় কোটি টাকা হাতিয়ে উধাও ‘ডিপ ফাউন্ডেশন’ [ অনলাইন ] 06/05/2024
রাউজানে ঋণের প্রলোভনে প্রায় কোটি টাকা হাতিয়ে উধাও ‘ডিপ ফাউন্ডেশন’
মো. আলম (৫২) লাখ টাকা ঋণ নিয়ে দুটি গরু কিনতে চেয়েছিলেন। গরু দুটি লালন-পালন করে কোরবানির হাটে বিক্রি করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন ছিল তাঁর। ডিপ ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংস্থা (এনজিও) সহজ শর্তে ঋণ দিচ্ছে জানতে পেরে ১ লাখ টাকা পেতে ১০ হাজার টাকা জমাও দিয়েছিলেন। কিন্তু ঋণ দেওয়ার নির্ধারিত তারিখে ডিপ ফাউন্ডেশনের কার্যালয়ে গিয়ে দেখতে পান তালা ঝুলছে। তখন জানতে পারেন, তাঁর মতো অনেকেরই টাকা নিয়ে পালিয়েছে ডিপ ফাউন্ডেশনের সংশ্লিষ্ট ব্যক্তিরা। এই খবর শুনে যেন তাঁর ওপর আকাশ ভেঙে পড়ে।

গত এপ্রিলের শুরুর দিকে চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) সংলগ্ন খালেদা বেগমের বহুতল ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট ভাড়া নেন ডিপ ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক এবং পরিচালক পরিচয়দানকারী নার্গিস আকতার ও মো. আলম মিয়া। ১০-১৫ দিন পর কার্যালেয়ে তালা লাগিয়ে পালিয়ে যান তাঁরা। এরপর থেকে ঋণ নিতে প্রতি লাখে ১০ হাজার টাকা করে জমাদানকারী ব্যক্তিরা ওই ভবনের সামনে ভিড় করছেন। মানুষের চাপ সামলাতে বাড়ির মালিক খালেদা আকতার ইতিমধ্যে এনজিওর সাইনবোর্ডটি সরিয়ে নিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, রাউজানের কয়েক শ মানুষের কাছ থেকে কোটি টাকার বেশি টাকা হাতিয়ে পালিয়ে গেছে প্রতারক চক্রটি। বিনাজুরী ইউনিয়নের ভুক্তভোগী মো. ইউসূফ বলেন, ‘আমাকে ২ লাখ টাকা ঋণ দেওয়ার শর্তে আমি ২০ হাজার টাকা দিয়েছিলাম। যে দিন ঋণের ২ লাখ টাকা দেওয়ার কথা, সেদিন অফিসে গিয়ে দেখতে পাই দরজায় তালা ঝুলছে। আমার মতো প্রতারণার শিকার আরও কয়েকজনের উপস্থিতিতে আমি অবাক হই।’

একই এলাকার মনির উদ্দিন ব্যবসা করার জন্য ৪ লাখ টাকা ঋণ নিতে দিয়েছিলেন ৪০ হাজার টাকা। সাদ্দাম হোসেন সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভনে পড়ে মোবাইল ফোন বিক্রি আর ধারদেনা করে ১০ হাজার টাকা জমা দিয়ে প্রতারিত হন। ৬ জনের একটি গ্রুপ ৫৩ হাজার টাকা জমা দিয়ে প্রতারণার শিকার হওয়ার কথা জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী এক সিএনজিচালিত অটোরিকশাচালক।

ফটো বেগম নামের এক ভুক্তভোগী বলেন, ‘মগদাই এলাকায় আমার সঙ্গে প্রতারক চক্রের পরিচয় হয়। আমি ঋণ নিতে চাইলে গ্রুপভিত্তিক সঞ্চয়ের টাকা জমা দেওয়ার কথা বলার পর আমি কয়েকজনকে তা বলি। পরে তারা টাকা জমা দেয়। আমি অশিক্ষিত মানুষ, শিক্ষিত এক যুবককে নিয়ে সেখানে যাই। সবাই মিলে প্রায় ৮০ হাজার টাকা জমা দিই। পরে জানতে পারি, সবার টাকা মেরে ওরা পালিয়ে গেছে।’

ভুক্তভোগীদের দেখানো অফিস তথা নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন খালেদা মঞ্জিলের স্বত্বাধিকারী বলেন, ‘আমার কাছ থেকে বাসা ভাড়া হিসেবে মাসিক ৭ হাজার টাকা করে স্ট্যাম্পে চুক্তির মাধ্যমে ভাড়া নিয়েছিল। আমি একজনের জাতীয় পরিচয়পত্রও জমা রেখেছি। ভাড়া নেওয়ার সপ্তাহের মধ্যে তারা উধাও হয়ে যায়। আমি শহরে থাকি। পরে জানতে পারি, এনজিও পরিচয়ে কিছুসংখ্যক লোক টাকা হাতিয়ে নিয়েছে। টাকা জমা দেওয়ার আগে কেউ আমাকে কিছু জানায়নি।’

এ প্রসঙ্গে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাবুল মিয়া বলেন, ‘এনজিও সংস্থার লোক পরিচয় দেওয়া ব্যক্তিদের টাকা দিয়ে প্রতারণার শিকার কয়েকজন আমার কাছে এসেছিলেন। তাদের কাছে কোনো ডকুমেন্ট ছিল না। তবে যেখানে অফিস ভাড়া নিয়েছিল, সেটি ছিল বাসা। কোনো ডকুমেন্ট ছাড়া কীভাবে তারা টাকা জমা দিয়েছিল, আমার বুঝে আসছে না।’

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ‘আমার কাছে কেউ আসে নাই। থানায় কেউ লিখিত অভিযোগ দিয়েছে কিনা ডিউটি অফিসারের কাছ থেকে জানতে হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অংগ্যজাই মারমা আজকের পত্রিকাকে বলেন, ‘এনজিওটির কথা শুনেছিলাম। পরবর্তী সময়ে খবর নিয়ে জানতে পারি ওরা আর নেই। পাওয়া যাচ্ছে না। তাদের বিষয়ে খোঁজখবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
News Source
 
 
 
 
Today's Other News
• চেয়ারম্যান শফিকুলের সম্পদ বেড়ে ৩ গুণ
• অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৮ সদস্য গ্রেপ্তার
• দুর্নীতি ও অর্থ পাচার হলো বাজেটখেকো উপসর্গ
• গায়ে ১৬ পোশাকে গুঁড়া স্বর্ণ জব্দ সাড়ে চার কেজি
• ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের
• নরসিংদীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ
• নাফ নদের মোহনায় ইয়াবাসহ আটক ৪
• দুই বাংলাদেশিকে অপহরণ করেছে আরসা
• টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে দ্রব্যমূল্য কমবে
• দুবাইয়ে বাংলাদেশিদের শত শত বাড়ি হলো কীভাবে?
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved