Hawkerbd.com     SINCE
 
 
 
 
আড়াই মাস পর হাজার কোটি টাকার লেনদেন [ অনলাইন ] 07/05/2024
আড়াই মাস পর হাজার কোটি টাকার লেনদেন
টানা পতনের পর কয়েক দিন ধরে বাড়তে শুরু করেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। গতকাল সোমবার প্রধান শেয়ারবাজার ডিএসইতে লেনদেন হওয়া ৬৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে। দরবৃদ্ধির এ ধারায় বাড়তে শুরু করেছে লেনদেন। গত ১৫ ফেব্রুয়ারি বা ৪৮ কার্যদিবস পর গতকাল ফের হাজার কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে ঢাকার শেয়ারবাজারে।

ডিএসইতে তালিকাভুক্ত ৩৯৬ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩৯৩টির কম-বেশি কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৫১টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত ছিল ৫৬টির দর। বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পাওয়ায় প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে প্রায় ৩৫ পয়েন্ট। সূচকটির সর্বশেষ অবস্থান ছিল ৫৭২৭ পয়েন্টে। এ নিয়ে টানা চার দিনে সূচক বাড়ল ১৫৭ পয়েন্ট।

বাজারসংশ্লিষ্টরা জানান, দরপতনের ধারা কাটিয়ে বেশ কিছু শেয়ারের দর বাড়তে থাকায় অনেকে বিনিয়োগে আগ্রহ বোধ করছেন। পুরোনো পোর্টফোলিও পুনর্বিন্যাস করছেন অনেকে। আবার নতুন করেও বিনিয়োগকারী আসছেন। এ ছাড়া বাজারে কিছু শেয়ার নিয়ে নানা গুঞ্জন রয়েছে, যা দরবৃদ্ধিতে প্রভাব রাখছে।  

ডিএসইতে গতকাল ১ হাজার ৯৫ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। শুধু ব্লক মার্কেটেই ১৩৭ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। পাবলিক মার্কেটে সর্বাধিক প্রায় ৪৬ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে ওরিয়ন ইনফিউশনসের। এর পরের অবস্থানে থাকা লাভেলোর ৪১ কোটি টাকার লেনদেন হয়েছে। ২৩৫ কোটি টাকার লেনদেন নিয়ে খাতওয়ারি শীর্ষে ছিল ওষুধ ও রসায়ন খাত।

পর্যালোচনায় দেখা গেছে, গতকাল অন্তত ২৭ কোম্পানির শেয়ার দিনের সার্কিট ব্রেকার নির্ধারিত সর্বোচ্চ দরে বা আগের দিনের তুলনায় ১০ শতাংশ বেড়ে কেনাবেচা হয়েছে। এর মধ্যে শেষ পর্যন্ত ওই দরে স্থির ছিল ১৪টি। এগুলো হলো– আমান কটন ফাইব্রস, ডরিন পাওয়ার, এসক্যোয়ার নিট, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং, ফার্স্ট ফাইন্যান্স, ফু-ওয়াং সিরামিক, গ্লোবাল হেভি কেমিক্যাল, গোল্ডেন সন, আইসিবি, কহিনূর কেমিক্যাল, ল্যুবরেফ বাংলাদেশ, মেট্রো স্পিনিং, মিথুন নিটিং ও মুন্নু ফেব্রিক্স। এ ছাড়া গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ডও সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে কেনাবেচা হয়েছে।

বিপরীতে গতকাল সাত কোম্পানির শেয়ার দিনের সার্কিট ব্রেকার নির্ধারিত সর্বনিম্ন দরে বা আগের দিনের তুলনায় সর্বোচ্চ ৩ শতাংশ কমে কেনাবেচা হয়েছে। এগুলো হলো– বিআইএফসি, আইসিবি ইসলামিক ব্যাংক, ওয়ান ব্যাংক, রহিমা ফুড, রূপালী ব্যাংক, শ্যামপুর সুগার মিলস ও সাউথইস্ট ব্যাংক। এর বাইরে এআইবিএল প্রথম, আইসিবি এমপ্লয়ি প্রথম ও এসইএমএল লেকচার মিউচুয়াল ফান্ড সার্কিট ব্রেকারের সর্বনিম্ন দরে কেনাবেচা হয়েছে।
News Source
 
 
 
 
Today's Other News
• দুর্নীতি ও অর্থ পাচার হলো বাজেটখেকো উপসর্গ
• মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ভল্ট ঘিরে রেখেছে পুলিশ
• কেন্দ্রীয় ব্যাংকের রহস্যজনক লুকোচুরি
• বাংলাদেশ ব্যাংক স্বাধীন সত্তা হারিয়ে ফেলেছে
• প্রথম প্রান্তিকে আয় বেড়েছে ২৪ ব্যাংকের
• দুবাইয়ে বাংলাদেশিদের শত শত বাড়ি হলো কীভাবে?
• অর্থনীতিকে ধারণ করার সক্ষমতা হারাচ্ছে ব্যাংকিং খাত : ফাহমিদা খাতুন
• যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
• বাস্তবসম্মত পদক্ষেপ নিন
• স্বাধীন সত্তা হারিয়েছে কেন্দ্রীয় ব্যাংক
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved