Hawkerbd.com     SINCE
 
 
 
 
বর-কনেসহ বিয়ের গাড়ি আটকে চাঁদা দাবি [ অনলাইন ] 07/05/2024
বর-কনেসহ বিয়ের গাড়ি আটকে চাঁদা দাবি
কুষ্টিয়ার কুমারখালীতে বর-কনেসহ বিয়ের গাড়ি আটকে চাঁদা দাবি করে হামলা ও ভাঙচুর চালিয়েছে কয়েকজন দুর্বৃত্ত। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

আজ সোমবার বিকেলে উপজেলার গড়াই নদীর ওপর নির্মিত শহীদ গোলাম কিবরিয়া সেতুতে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, উৎসুক জনতার ভিড়। সেখানে থানার সহকারী উপপরিদর্শক মো. রিপন আলী রয়েছেন। মোটরসাইকেলে করে কয়েকজনকে নিয়ে যাচ্ছে পুলিশ। একটি প্রাইভেট কারের ভেতরে বর-বউ। গাড়িটির সামনে ও পেছনের অংশে আঘাতের চিহ্ন। বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের সামনের অংশেও ভাঙচুরের চিহ্ন।

বরযাত্রীবাহী গাড়িচালক রাশেদ ও রফিকুল জানান, বরযাত্রীবাহী গাড়িটি সেতুর ওপরে কিছুটা ধীরে ধীরে চলছিল। সেতুর মাঝে পৌঁছাতেই হঠাৎ ১০ থেকে ১২ জন ব্যক্তি গাড়ি থামিয়ে চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা গাড়িতে ভাঙচুর চালায়। এসময় স্থানীয়রা এসে চারজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

কুমারখালীর থানার সহকারী উপপরিদর্শক মো. রিপন আলী জানান, খবর পেয়ে বিয়ের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় চারজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। পূর্বশত্রুতার জেরে এ ঘটনা কিনা তদন্ত করে দেখা হচ্ছে।

তবে চারজনকে আটকের বিষয়টি অস্বীকার করেন কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম। তার ভাষ্য, ছোট বেলায় অনেকে দুষ্টুমি করে বিয়ের গাড়ি আটকে চাঁদা তুলত, ব্যাপারটা এমন হতে পারে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
News Source
 
 
 
 
Today's Other News
• প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরে ওষুধ নিয়ে প্রতারণা, চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ২
• ডিজিডিপির ওষুধ সরবরাহে প্রতারণা, গ্রেপ্তার ২
• কোনো কৌশলেই থামছে না মানব পাচার
• কিডনি ব্যবসায়ীরা পার পাচ্ছেন দায়সারা তদন্তে
• চট্টগ্রামে ৭ সহযোগীসহ কিশোর গ্যাং নেতা বাদশা গ্রেপ্তার
• শতকোটি টাকার জমি উদ্ধারের পর নির্বাহী প্রকৌশলী বদলি
• ইনচার্জ জাহাঙ্গীরের চাঁদার টাকা রফাদফার ভিডিও ভাইরাল
• তুষারের কব্জায় স্কুল-কলেজের কয়েক কোটি টাকার জমি
• বান্দরবানে কুকি-চিনের নারী শাখার সমন্বয়কসহ দুইজন কারাগারে
• ১২ সেকেন্ডে ৩শ’ কোটি টাকা চুরি!
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved