Hawkerbd.com     SINCE
 
 
 
 
কোটিপতি প্রার্থীর ছড়াছড়ি আয় বেশি আনন্দের [ Online ] 08/05/2024
উপজেলা নির্বাচন
কোটিপতি প্রার্থীর ছড়াছড়ি আয় বেশি আনন্দের
মামুন রেজা, খুলনা

তৃতীয় ধাপে খুলনার ডুমুরিয়া, কয়রা ও পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন ১৪ জন। তাদের মধ্যে সাতজনই কোটিপতি। তবে সম্পদ বেশি আজগর ওরফে তারা বিশ্বাসের। জেলা আওয়ামী লীগের এ সদস্য ডুমুরিয়ায় প্রার্থী হয়েছেন। আর আয় বেশি পাইকগাছার আনন্দ মোহন বিশ্বাসের, বছরে প্রায় ৩১ লাখ টাকা।

চেয়ারম্যান প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে এসব তথ্য পাওয়া গেছে। এতে বিশ্বাস প্রপার্টিজসহ পাঁচ প্রতিষ্ঠানের মালিক ডুমুরিয়ার তারা বিশ্বাস। প্রায় ৪ কোটি টাকার সম্পদের মালিক তারা বিশ্বাস কৃষি থেকে বছরে ১ লাখ ও ব্যবসা থেকে ২০ লাখ টাকা আয় দেখিয়েছেন। অস্থাবর সম্পদের মধ্যে নগদ টাকা ৫০ লাখ, ব্যাংকে ৩৫ লাখ, ৬০ লাখ টাকা মূল্যের দুটি প্রাইভেটকার, ১৫ লাখ টাকা মূল্যের ৫০ ভরি স্বর্ণ দেখিয়েছেন।
এ উপজেলার বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এজাজ আহমেদের সম্পদ ১ কোটি ৬৫ লাখ টাকার। বছরে কৃষি থেকে ২০ হাজার, ব্যবসা থেকে ৮ লাখ ৩৫ হাজার ও চেয়ারম্যানের সম্মানী পান ৪ লাখ ৮০ হাজার টাকা। অস্থাবর সম্পদের মধ্যে নগদ ৩৫ লাখ ৫০ হাজার, ব্যাংকে দেড় লাখ, ১ কোটি ২৫ লাখ টাকা মূল্যের ট্রাক ও উপহার হিসেবে ৪৫ তোলা স্বর্ণ দেখিয়েছেন তিনি।
ডুমুরিয়ার আরেক প্রার্থী আওয়ামী লীগ নেতা মোস্তফা সরোয়ারের ২ কোটি ১৪ লাখ টাকার সম্পদ রয়েছে। বছরে কৃষি থেকে ৫৬ হাজার ও ব্যবসা থেকে ৭ লাখ টাকা আয় তাঁর। অস্থাবর সম্পদের মধ্যে নগদ টাকা ১ কোটি ৪ লাখ, ৩ হাজার ৫০০ ইউএস ডলার, ২৩ লাখ ৭০ হাজার টাকা মূল্যের প্রাইভেটকার, ২৫ ভরি স্বর্ণ, স্ত্রীর কাছে নগদ ৫ লাখ ৬০ হাজার টাকা, ১৬ লাখ টাকার সঞ্চয়পত্র ও ১৫ ভরি স্বর্ণ দেখিয়েছেন মোস্তফা।


কয়রা উপজেলার বর্তমান চেয়ারম্যান এস এম শফিকুল ইসলামের বছরে আয় কৃষি থেকে ৩ লাখ ও ব্যবসা থেকে ২৩ লাখ টাকা। নগদ ৭ লাখ, ব্যাংকে ৯০ লাখ, ১ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের মোটরসাইকেল, ছেলের ৩ লাখ ৮০ হাজার টাকা মূল্যের মোটরসাইকেলসহ হলফনামায় মোট ১ কোটি ৫৮ লাখ টাকার সম্পদ দেখিয়েছেন তিনি। তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মোহসিন রেজার বছরে আয় কৃষি থেকে ২ লাখ ও ব্যবসা থেকে ১ লাখ ৭০ হাজার টাকা। মোট ১ কোটি ৬২ লাখ টাকার সম্পদ দেখিয়েছেন তিনি।

পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের বছরে আয় কৃষি থেকে ২ লাখ ২০ হাজার, ব্যবসা থেকে ৫ লাখ ২০ হাজার, ব্যাংক মুনাফা ২০ হাজার ও মৎস্য চাষ থেকে ২৪ লাখ টাকা। তাঁর মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৭২ লাখ টাকা। এখানে আরেক প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসানের বছরে আয় কৃষি থেকে ৮০ হাজার, বাড়িভাড়া থেকে ৯০ হাজার ও ব্যবসা থেকে ৪ লাখ ৮০ হাজার টাকা। হলফনামায় মোট ১ কোটি ৮৬ লাখ টাকার সম্পদ দেখিয়েছেন তিনি।
News Source
 
 
 
 
Today's Other News
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved