Hawkerbd.com     SINCE
 
 
 
 
 বিজিবির অভিযানে এপ্রিলে ১৩৪ কোটি ৩৬ লক্ষাধিক টাকার চোরাচালান জব্দ [ অনলাইন ] 09/05/2024
বিজিবির অভিযানে এপ্রিলে ১৩৪ কোটি ৩৬ লক্ষাধিক টাকার চোরাচালান জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত এপ্রিল-২০২৪ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৩৪ কোটি ৩৬ লক্ষ ৩ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে।

মঙ্গলবার (৭ মে) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম (পিবিজিএমএস) সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।

জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ১২ কেজি ৪০ গ্রাম স্বর্ণ, ৭০৪ গ্রাম রূপা, ১,৯০,২২৪টি কসমেটিক্স সামগ্রী, ৫১৫টি ইমিটেশন গহনা, ৭,০৪১টি শাড়ী, ১০,৩৬৭টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল/তৈরি পোশাক, ১,০০৫ ঘনফুট কাঠ, ১,০৪৮ কেজি চা পাতা, ১২,৯০০ কেজি কয়লা, ৩৮ কেজি ৪০০ গ্রাম কচ্ছপের হাড়, ১টি কষ্টি পাথরের মূর্তি, ২টি ট্রাক, ১টি কাভার্ড ভ্যান, ৩টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ৩টি মাহেন্দ্র/ট্রাক্টর, ১৫টি নৌকা, ২৩টি সিএনজি/ইজিবাইক, ৬৩টি মোটরসাইকেল এবং ১১টি বাইসাইকেল। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- ৫টি পিস্তল, ১টি রাইফেল, ৪টি সকল প্রকার গান, ৪টি ম্যাগাজিন এবং ৪৯ রাউন্ড গুলি।

এ ছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ৯,০৫,৯৬৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১২ কেজি ৩১১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৩২.৭৯৩ কেজি হেরোইন, ১১,০৮৩ বোতল ফেনসিডিল, ২০,৯০০ বোতল বিদেশি মদ, ৬০৩ লিটার বাংলা মদ, ১,০৮৮ ক্যান বিয়ার, ১,১১৬ কেজি গাঁজা, ৫১,১৫০টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ২,৪৪২ বোতল ইস্কাফ সিরাপ, ৬.৮৮০ কেজি কোকেন, ১,৫২০ বোতল এমকেডিল/কফিডিল, ৪,৫৬,৭৯১ পিস বিভিন্ন প্রকার ওষুধ, ৮৯৯টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ১২ বোতল এলএসডি এবং ৫৬,৬৬০টি অন্যান্য ট্যাবলেট।

সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৫৫ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১১১ জন বাংলাদেশি নাগরিক, ৫ জন ভারতীয় নাগরিক এবং ২৯৭ জন মিয়ানমারের নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

News Source
 
 
 
 
Today's Other News
• বায়েজিদে ঋণের প্রলোভনে ২৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২
• ঋণ দেওয়ার নামে প্রতারণার ফাঁদ: হাতিয়ে নিল ২৫ লাখ টাকা
• ই-কমার্সের অনেক টাকা পাচার হয়ে গেছে: ভোক্তার ডিজি
• ‘টেকা দেন দুবাই যামু’
• বাংলাদেশি টাকা পাচার করতে গিয়ে সিপিএম নেতা গ্রেফতার
• যারা কর দেয় না টাকা পাচার করে তারা অনেক বেশি শক্তিশালী
• টাকার সঙ্গে ব্যাংকের ম্যানেজার উধাও
• পাচার হওয়া টাকা ফেরত আনতে কমিশন দেওয়ার প্রস্তাব
• ব্যাংক ও আর্থিক খাতে বেপরোয়া লুটপাট
• পুলিশ কর্মকর্তার চাঁদার টাকার ভাগাভাগির ভিডিও ভাইরাল
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved