[ প্রিয় দেশ ] 26/06/2019
 
ঠিকাদার-প্রকৌশলীর কারসাজির সড়ক
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার দুই কিলোমিটার পাকা রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। ঠিকাদার ও প্রকৌশলীর কারসাজিতে এ দুর্নীতি হয়েছে বলে জানা গেছে।

সেতাবগঞ্জ পৌরসভা সূত্রে জানা যায়, নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২-এর আওতায় সেতাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে মালিপাড়া থেকে রামপুর রোড পর্যন্ত দুই কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ফুয়াদ এন্টারপ্রাইজকে কার্যাদেশ দেওয়া হয়। গত ৫ মার্চ থেকে কাজ শুরু হয়। কিন্তু সেতাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী ভরত চন্দ্র পাল ও প্রকৌশলী রইচ উদ্দীন মিঞার যোগসাজশে ঠিকাদারের লোকজন তড়িঘড়ি করে রাতের আঁধারে নিম্নমানের ইটের খোয়া দিয়ে পাকাকরণকাজ করে। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করেন এলাকাবাসী। অভিযোগের ভিত্তিতে গত ২৪ জুন সরেজমিনে নির্মাণাধীন ওই রাস্তা পরিদর্শনকালে অভিযোগের সত্যতার প্রমাণ পাওয়া যায়।

এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ইসাহাক আলী বলেন, ‘বিভিন্ন ভাটা থেকে ইট কিনে ওই রাস্তার কাজ করা হয়েছে। এতে কিছু নিম্নমানের ইট ঢুকে পড়েছে। আমাদের অনিচ্ছাকৃত এ ভুলের জন্য সব নিম্নমানের ইট অপসারণ করে উন্নতমানের ইট দিয়ে রাস্তাটির নির্মাণকাজ অব্যাহত রেখেছি।’

এ বিষয়ে ওই রাস্তা সংস্করণের প্রকল্প পরিচালক কাজী মিজানুর রহমানের সঙ্গে ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

তবে সেতাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী ভরত চন্দ্র পাল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাস্তা নির্মাণকাজে কিছুটা নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। এ বিষয়ে গত ১৯ জুন ঠিকাদারকে নোটিশ দেওয়া হয়েছে। তবে এ অনিয়মের সঙ্গে তিনি মোটেও সম্পৃক্ত নন।

সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর রাস্তার অনিয়ম ও দুর্নীতির বিষয়টি স্বীকার করে বলেন, ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রকল্প সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পৌরসভার নির্বাহী প্রকৌশলীকে জানিয়েছেন।