[ অনলাইন ] 16/01/2020
 
প্রায় ৭২ কোটি টাকার গম আত্মসাতে চার্জশিট
এলসির বিপরীতে গম আমদানির নামে প্রায় ৭২ কোটি টাকা আত্মসাতের দায়ে যমুনা ব্যাংক লিমিটেডের এক ম্যানেজারসহ দুজনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশন থেকে এ সংক্রান্ত চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে। সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক শিগগিরই সেটি আদালতে দাখিল করবেন। কমিশনের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

আসামিরা হলেন- যমুনা ব্যাংক লিমমিটেডের সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খাতুনগঞ্জ শাখার প্রধান মনজুরুল আহসান চৌধুরী এবং সাঈদ ফুডস লিমিটেড ও মেসার্স ছিদ্দিক ট্রেডার্সের মালিক আবু সাঈদ চৌধুরী।

তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, মেসার্স ছিদ্দিক ট্রেডার্স ও সাঈদ ফুড লিমিটেডের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ চৌধুরী অস্ট্রেলিয়া থেকে ২০ হাজার মেট্রিক টন গম আমদানির জন্য যমুনা ব্যাংকের খাতুনগঞ্জ শাখায় একটি এলসি খোলেন।

পরে গম আমদানি করা হয় এবং তা স্থানীয় বাজারে বিক্রি করা হলেও আসামিরা পরস্পর যোগসাজসে মঞ্জুরীপত্রের শর্ত ভঙ্গ করে মোট ৭১ কোটি ৯২ লাখ টাকা আত্মসাৎ করেন। যা দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। ২০১৯ সালের ৩০ জুলাই এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছিল।