[ পাতা ৩ ] 25/04/2020
 
সেতুমন্ত্রীর ভুয়া এপিএসসহ ৩ প্রতারক গ্রেপ্তার
রাজধানীর মহাখালী ও খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে সেতুমন্ত্রীর ভুয়া এপিএসসহ প্রতারকচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সেনা, নৌ, বিমানবাহিনী, পুলিশ ও অন্যান্য সরকারি, আধাসরকারি সংস্থায় চাকরির প্রলোভন ও সেনাবাহিনীর সৈনিক পদে ভুয়া নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গত বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার র‌্যাব-২-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন কামরুজ্জামান (৪৬), আব্দুল মমিন (৪৬) ও কামাল হোসেন (৪০)। তাদের কাছ থেকে নগদ টাকা, চেক বই, ১৭টি মোবাইল ফোন, নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্ন এবং সেনাবাহিনীতে সৈনিক পদের ভুয়া নিয়োগপত্র জব্দ করা হয়।

র‌্যাব-২-এর সহকারী পরিচালক (এএসপি) মো. জাহিদ আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতারকচক্রের সদস্যরা নিজেদের কখনো সামরিক বাহিনীর অফিসার, কখনো নিয়োগ বোর্ডে তাদের লোক আছে বলে জানিয়ে চাকরিপ্রার্থীদের বিশ্বাস অর্জন করে।