[ টেলিকম ও প্রযুক্তি ] 24/03/2022
 
বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার আনছে এনভিডিয়া
ইওস নামে একটি সুপারকম্পিউটার নির্মাণকাজ পুরোদমে এগোচ্ছে বলে জানায় এনভিডিয়া। এটি বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার হবে বলে দাবি মার্কিন প্রযুক্তি কোম্পানিটির। সম্প্রতি নতুন চিপ ও প্রযুক্তি উন্মোচনের পাশাপাশি সুপারকম্পিউটার আনার ঘোষণা দেয় এনভিডিয়া। খবর রয়টার্স।

সম্প্রতি এনভিডিয়ার জিটিসি কনফারেন্সে নতুন সিলিকন এইচ১০০ জিপিইউ ও হপার জিপিইউ আর্কিটেকচার উন্মোচন করেন কোম্পানিটির প্রতিষ্ঠাতা ও সিইও জেনসেং হুয়াং। নতুন কম্পিউটার চিপ আর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির গতি বাড়াতে সক্ষম এমন নতুন প্রযুক্তির ঘোষণা দিয়েছে এনভিডিয়া। চলতি বছরের শেষের দিকে ইওস নামে সুপারকম্পিউটার আনবে তারা, যা বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপারকম্পিউটার হবে বলে দাবি ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারাভিত্তিক কোম্পানিটির।

মঙ্গলবার আয়োজিত এনভিডিয়ার কনফারেন্সে ১ হাজার ৬০০ আলোচক অংশ নিয়েছেন। যার মধ্যে রয়েছেন আমেরিকান এক্সপ্রেস, ডুরড্যাশ, লিংকডইন, পিন্টারেস্ট, সেলসফোর্স, সার্ভিসনাউ, স্ন্যাপ ও ভিসার প্রতিনিধিরা। এতে নিবন্ধিত অংশগ্রহণকারী ছিল দুই লাখের বেশি।

সম্মেলনে নতুন এইচ১০০ গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) প্রদর্শন করেছে এনভিডিয়া। এআই অবকাঠামোর কেন্দ্রে থাকবে এটি। এছাড়া নতুন গ্রেস সিপিইউ সুপারচিপের নানা তথ্য দিয়েছে প্রতিষ্ঠানটি। যুক্তরাজ্যভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান আর্মের তৈরি কাঠামোর ওপর নির্ভর করে চিপগুলোর নকশা করেছে এনভিডিয়া। অধিগ্রহণ চুক্তি বাতিল হওয়ার পর এআরএমের প্রযুক্তিনির্ভর এনভিডিয়ার প্রথম চিপ এটি। এছাড়া নতুন ইওএস সুপারকম্পিউটারের ঘোষণা দিয়েছে এনভিডিয়া।

এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং বলেন, ডাটা সেন্টারগুলো এআই কারখানায় পরিণত হচ্ছে। তথ্য পেতে পাহাড়সমান ডাটা প্রসেস করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে এইচ১০০ জিপিইউকে এআই অবকাঠামোর ইঞ্জিন বলে মনে করেন তিনি।

অনলাইনে আয়োজিত এআই নির্মাতাদের সম্মেলনে এনভিডিয়া বলেছে, একত্রে নতুন প্রযুক্তিগুলো ডাটা কম্পিউটিংয়ের সময় কয়েক সপ্তাহ থেকে কমিয়ে কয়েক দিনে নিয়ে আসবে। এআই মডেলকে প্রশিক্ষণ দেয়ার মতো কাজগুলোও আছে এ প্রক্রিয়ার অধীনে। এআই ও মেশিন লার্নিং প্রযুক্তি বিভিন্ন খাতে ব্যবহার করছে শিল্পপ্রতিষ্ঠানগুলো। পরবর্তী ভিডিওর পরামর্শ থেকে শুরু করে সেলফোনে টিভি দেখা, এমনকি নতুন ওষুধ আবিষ্কারেও ভূমিকা রাখছে এআই প্রযুক্তি।

এমন পরিস্থিতিতে এনভিডিয়ার সর্বশেষ ঘোষণা নিয়ে প্রযুক্তিবাজারের গবেষণা প্রতিষ্ঠান ‘টেকঅ্যানালাইসিস রিসার্চ’-এর প্রধান বিশ্লেষক বব ও’ডানেল বলেন, সর্বশেষ ঘোষণা থেকে এটা নিশ্চিত যে এনভিডিয়া ক্লাউড কম্পিউটিং বাজারে ইনটেল ও এএমডির জন্য বড় হুমকিতে পরিণত হচ্ছে।

এতদিন ডাটা সেন্টারের জন্য শীর্ষ সিপিইউ নির্মাতার অবস্থানটি নিজের দখলে রেখেছিল ইনটেল। কিন্তু সাম্প্রতিক সময়ে এ খাতে শক্ত প্রতিযোগিতার মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। কিন্তু এইচ১০০ চিপের বিদ্যুৎ খরচ নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন গবেষণা প্রতিষ্ঠান ‘ওমডিয়া’র ক্লাউড এবং ডাটা সেন্টার রিসার্চ বিভাগের প্রধান ভ্লাদ গ্যালাবভ। বিদ্যুৎ খরচের কারণে বাজারে চিপটির চাহিদা সীমিত থাকতে পারে মনে করেন তিনি।

তবে এনভিডিয়ার প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেসের মতে, এআই প্রযুক্তিকে আরো সামনে নিয়ে যাচ্ছে নতুন চিপগুলো। গেমিং থেকে শুরু করে এন্টারপ্রাইজ ব্যবসা খাতে তার প্রতিষ্ঠানের ১ লাখ কোটি ডলারের সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি। ভবিষ্যতে নিজের সফটওয়্যার ব্যবসা থেকেও আয় বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে এনভিডিয়া। প্রতিষ্ঠানটি ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করার কারণেই তাদের কম্পিউটার চিপ ব্যবহারে আগ্রহী হয়েছে অনেক প্রতিষ্ঠান।