[ ব্যবসা বানিজ্য ] 24/03/2022
 
৭০ ভাগ কোম্পানির দরপতনে সূচক কমল
৭০ ভাগ কোম্পানির দর হারানোর দিনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচক কমেছে। বেশিরভাগ কোম্পানির দরপতনের কারণে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে থাকায় ডিএসইতে টাকার অঙ্কে লেনদেন কমেছে। তবে বিপরীত চিত্র দেখা গেছে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। সেখানে সার্বিক সূচক কমলেও লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, আগেরদিনের ধারাবাহিকতায় সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয়। তবে ট্রেডিং শেয়ারগুলোর মধ্যে সোনালী পেপার ছাড়া বাকি সবগুলোর দর কমে যায়। এর বিপরীতে উঠে আসে ডেল্টা লাইফ ও ওয়াইম্যাক্স ইলেকট্রোড নামের কোম্পানি দুটি। তবে লেনদেনের শীর্ষে থাকা ২০ কোম্পানির মধ্যে বেশিরভাগের দর কমায় সূচকের পতন ঘটেছে।

বুধবার ডিএসইতে ৮৬৩ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগেরদিন থেকে ৯৪ কোটি ৪০ লাখ টাকা কম। মঙ্গলবার ডিএসইতে ৯৫৭ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। বিনিয়োগকারীদের আগ্রহ কমে যাওয়ায় লেনদেনের এই পতন ঘটে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৭৫০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৫৬ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৬৯ পয়েন্টে। ডিএসইতে ৩৭৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ২৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।