[ Online ] 24/03/2022
 
টিকা নেওয়ার পরও অমিক্রনের যেসব উপসর্গ দেখা যেতে পারে
বলা হয়ে থাকে, করোনাভাইরাসের টিকা নেওয়া হলে গুরুতর কোভিডে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক কমে যায়। তার মানে এই নয় যে টিকা নিলেই কেউ আর করোনাভাইরাসে আক্রান্ত হবেন না। বরং টিকার পূর্ণ ডোজ নেওয়ার পরও মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে। সাম্প্রতিক এক গবেষণায় টিকাগ্রহীতাদের মধ্যে করোনার অমিক্রন ধরনের সম্ভাব্য কয়েকটি লক্ষণ চিহ্নিত করা হয়েছে। শুধু তা–ই নয়, অমিক্রনের প্রাথমিক দুটি লক্ষণও চিহ্নিত করা হয়েছে সেখানে। লাইভ মিন্টের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

টিকা গ্রহণকারীদের শরীরে অমিক্রনের উপসর্গ কী

সংক্রামক রোগ ও মহামারিবিষয়ক সাময়িকী ‘ইউরো সারভেইলেন্স’–এ প্রকাশিত গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, যাঁরা টিকা নিয়েছেন, তাঁরা অমিক্রনে আক্রান্ত হলে ৮টি লক্ষণ দেখা যেতে পারে। এসব লক্ষণ হলো কাশি, নাক দিয়ে পানি পড়া, ক্লান্তি, গলাব্যথা, মাথাব্যথা, পেশিব্যথা, জ্বর ও হাঁচি।

গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়, টিকাগ্রহীতাদের মধ্যে কাশি, সর্দি ও ক্লান্তি—এ তিনটি উপসর্গ বেশি দেখা যায়। হাঁচি ও জ্বর উপসর্গ দুটি একদমই কম দেখা যায়। এর আগে বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে, অমিক্রন মৃদু কোনো ভাইরাস নয়। সম্ভবত মানুষ টিকা নেওয়ায় এবং পূর্ববর্তী সংক্রমণ থেকে রোগ প্রতিরোধক্ষমতা অর্জন করায় এর উপসর্গ মৃদু হচ্ছে।

অমিক্রন সংক্রমণের প্রাথমিক লক্ষণ কী কী

কেউ যদি ক্লান্তি এবং মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা বোধ করেন, তবে তাঁর করোনা পরীক্ষা করানো উচিত। বিশেষজ্ঞদের কেউ কেউ বলেন, এ দুই লক্ষণ দেখা গেলে করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। সাধারণ ক্লান্তি ও অবসাদ একপর্যায়ে শরীরব্যথা, পেশির ব্যথা ও দুর্বলতা, মাথাব্যথা এমনকি চোখে ঝাপসা দেখা ও ক্ষুধামান্দ্যে রূপ নিতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত একটি জরিপ চালিয়েছে ওয়েব এমডি। জরিপে অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয়েছিল, তাঁরা কোভিড আক্রান্ত অবস্থায় কতটা অবসাদে ভুগেছেন। এতে দেখা গেছে, ৪০ শতাংশ নারী বলেছেন, কোভিডের কারণে অবসাদে ভুগেছেন তাঁরা। তবে তুলনামূলকভাবে কমসংখ্যক পুরুষ অবসাদে ভুগেছেন। জরিপে অংশগ্রহণকারী পুরুষদের এক-তৃতীয়াংশ এমন অনুভূতির কথা জানিয়েছেন।

অমিক্রনের পর কি কেউ লং কোভিডে (দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতা) ভুগতে পারেন

গত বছরের শেষের দিকে বিশ্বজুড়ে অমিক্রনের প্রকোপ শুরু হয়। করোনাভাইরাসের মারাত্মক ধরন ডেলটার তুলনায় এর উপসর্গ ছিল মৃদু। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, অমিক্রনে আক্রান্ত হওয়া ব্যক্তিদের মধ্যে যে লং কোভিডে ভোগার সম্ভাবনা কম, এমন কোনো ইঙ্গিত কোনো গবেষণায় পাওয়া যায়নি।