[ শেষ পাতা ] 09/04/2022
 
সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আগামী ৬ আগস্ট শুরু হবে। ওইদিন প্রকৌশল গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয়ের একসঙ্গে পরীক্ষা হবে। পরে হবে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি গুচ্ছের বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। শুক্রবার এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের এই সংগঠনের বৈঠকটি অনুষ্ঠিত হয়।

জানতে চাইলে পরিষদের আহ্বায়ক ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমান যুগান্তরকে বলেন, বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারিত হয়েছে। যেসব বিশ্ববিদ্যালয় তারিখ ঠিক করেনি তারা একাডেমিক কাউন্সিল ও ভর্তি পরীক্ষা কমিটিতে বৈঠক ডাকবে।

দেশে বর্তমানে ৫২টি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। তবে এগুলোর মধ্যে এবার ৪২টিতে অনার্সে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। তবে গুচ্ছবদ্ধ পরীক্ষা নিচ্ছে ৩২টি বিশ্ববিদ্যালয়। গত বছর ২৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় এই পদ্ধতির পরীক্ষার অধীনে ছিল। এবারে আরও ৩টি যুক্ত হয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ে মোট তিনটি গুচ্ছে থাকবে। এগুলো হচ্ছে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি), কৃষি ও প্রকৌশল। জিএসটি গ্রুপে ২২টি বিশ্ববিদ্যালয় আছে। এছাড়া ৭ কৃষি বিশ্ববিদ্যালয় এবং ৩ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবারে আলাদা দুই গুচ্ছে পরীক্ষা নেবে। শুক্রবারের বৈঠকে কৃষি গুচ্ছে তারিখ ঠিক হয়নি। তবে সেপ্টেম্বরে এই পরীক্ষা নেওয়া হবে। জিএসটি গ্রুপের পরীক্ষা বিজ্ঞান, মানবিক এবং বিজনেস স্টাডিজের শিক্ষার্থীদের জন্য মোট তিনটি পরীক্ষা হবে। তারিখগুলো হচ্ছে-৩, ১০ ও ১৭ সেপ্টেম্বর। প্রকৌশল গুচ্ছের পরীক্ষা ৬ আগস্ট। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ২৭-২৮ মে, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ১২ আগস্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২৫-২৭ আগস্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৬-২৫ আগস্ট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩১ জুলাই থেকে ১১ আগস্ট, বুয়েটে ৪ থেকে ১৮ জুন পরীক্ষা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরু হবে ৩ জুন।

জিএসটি গ্রুপের ভর্তি কমিটির আহ্বায়ক সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ যুগান্তরকে বলেন, গত বছর প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা আয়োজন করা হয়। সেখান থেকে অনেক অভিজ্ঞতা অর্জিত হয়েছে। ওইসব অভিজ্ঞতা সামনে রেখে আরও শিক্ষার্থীবান্ধব পরীক্ষা এবার আয়োজন করা হবে।

এর আগে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক সভায় এবার দেশের ৩২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হয়। এ বছর নতুন করে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় অংশ নেবে কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কৃষি গুচ্ছ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।