[ পাতা ১১ ] 27/04/2022
 
বাংলালিংককে ঋণ দিতে ১৭ ব্যাংকের জোট
এই ঋণ বাংলালিংক পুঁজি বিনিয়োগ, তরঙ্গ ক্রয় ও সারা দেশে ফোর–জি নেটওয়ার্ক আধুনিকায়নের কাজে ব্যবহার করবে।

মুঠোফোন অপারেটর বাংলালিংককে ঋণ দিতে দেশি-বিদেশি ১৭ ব্যাংক জোটবদ্ধ হয়েছে। ব্যাংকগুলো বাংলালিংককে ৫ বছর মেয়াদে ১ হাজার ২০০ কোটি টাকার ঋণ দেবে। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার বাংলালিংক ও ব্যাংকগুলোর মধ্যে একটি চুক্তি হয়েছে।

রাজধানীর একটি হোটেলে চুক্তিটি সই হয়। এই ঋণ উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল)। অন্য ব্যাংকগুলো হচ্ছে ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, ঢাকা ব্যাংক, ডাচ্–বাংলা ব্যাংক, হাবিব ব্যাংক, যমুনা ব্যাংক, মেঘনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও ইউসিবি।

বাংলালিংক জানিয়েছে, এই ঋণ তারা পুঁজি বিনিয়োগ, তরঙ্গ ক্রয় ও সারা দেশে ফোর–জি নেটওয়ার্ক আধুনিকায়নের কাজে ব্যবহার করবে। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের মোট তরঙ্গের পরিমাণ ৮০ মেগাহার্জে উন্নীত করেছে। এই প্রচেষ্টা ফোর–জির গতিতে বাংলালিংকের শীর্ষ স্থান ধরে রাখতে সাহায্য করবে। পাশাপাশি দেশব্যাপী আরও শক্তিশালী নেটওয়ার্কের সম্প্রসারণ ত্বরান্বিত হবে।

অনুষ্ঠানে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিক অস বলেন, ‘এই বিনিয়োগ বাংলাদেশের প্রতি আমাদের প্রতিশ্রুতির একটি প্রতিফলন। দেশের সেরা ব্যাংকগুলোকে সহযোগী হিসেবে পেয়ে আমরা আনন্দিত। আমি বিশ্বাস করি, নেটওয়ার্ক সম্প্রসারণের উদ্যোগ আমাদের দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করবে।’

এই ঋণচুক্তিতে অংশগ্রহণকারী অন্য সব ব্যাংককে ধন্যবাদ জানিয়ে ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী রেজা ইফতেখার বলেন, ‘দেশে ডিজিটাল উন্নয়নে অর্থায়ন ও সহযোগিতার ক্ষেত্রে আমরা প্রথম সারিতে থাকতে চাই।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির। এ সময় উপস্থিত ছিলেন বাংলালিংকের বোর্ড সদস্য মোহাম্মদ এ (রুমি) আলী, প্রধান আর্থিক কর্মকর্তা চেম ভেলিপাসাওগ্লু, চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান প্রমুখ।