[ শেয়ারবাজার ] 15/05/2022
 
আয় বাড়লেও মুনাফা কমেছে সিটি ব্যাংকের
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সমন্বিত পরিচালন আয় বেড়েছে দ্য সিটি ব্যাংক লিমিটেডের। আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকটির আয় বেড়েছে ৬ শতাংশ। তবে এ সময়ে পরিচালন ব্যয়, প্রভিশন ও কর বাবদ ব্যয় বৃদ্ধি পাওয়ায় এ প্রান্তিকে ব্যাংকটির কর-পরবর্তী নিট মুনাফা কমেছে ১৫ শতাংশ। সিটি ব্যাংকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে সিটি ব্যাংকের সমন্বিত পরিচালন আয় হয়েছে ৬০৬ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৫৭২ কোটি টাকা। এক বছরের ব্যবধানে ব্যাংকটির আয় বেড়েছে ৬ শতাংশ। টাকার অংকে যা ৩৪ কোটি ৩৯ লাখ টাকা। এ সময়ে ব্যাংকটির পরিচালন ব্যয় বেড়েছে সাড়ে ৯ শতাংশ। আগের হিসাব বছরের প্রথম প্রান্তিকে যেখানে ব্যাংকটির পরিচালন ব্যয় ছিল ২৮২ কোটি টাকা। সেখানে এ প্রান্তিকে পরিচালন ব্যয় হয়েছে ৩০৯ কোটি টাকা। পরিচালন ব্যয় বৃদ্ধির পাশাপাশি প্রভিশন ও কর বাবদ ব্যাংকের ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। যার কারণে আয় বাড়লেও সিটি ব্যাংকের কর-পরবর্তী নিট মুনাফা কমেছে।

প্রতিবেদনের তথ্য বলছে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে সিটি ব্যাংকের কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ৮৮ কোটি ৩২ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল প্রায় ১০৪ কোটি টাকা। এক বছরের ব্যবধানে ব্যাংকটির নিট মুনাফা কমেছে ১৫ কোটি ৬০ লাখ টাকার মতো।