[ পাতা ১৪ ] 24/05/2022
 
তিন কোটি টাকা বিনিয়োগ থাকতে হবে আইপিওতে যোগ্যদের
প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদন করতে প্রাতিষ্ঠানিক বা যোগ্য বিনিয়োগকারীদের তালিকাভুক্ত সিকিউরিটিজে ন্যূনতম তিন কোটি টাকা বিনিয়োগ থাকতে হবে। এ ছাড়া নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং সংশ্লিষ্ট ব্যাংক বিবরণীতে সংশ্লিষ্ট ফান্ড তার আর্থিক বিবরণীতে প্রদর্শিত অর্থের অতিরিক্ত অর্থ কোনো আইপিওতে বিনিয়োগ করতে পারবে না।

গতকাল সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮২৪তম সভায় এসংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।