[ বাংলারজমিন ] 24/05/2022
 
যশোরের সীমান্ত থেকে ৫টি বিদেশি পিস্তলসহ পিতাপুত্র আটক
যশোরের রঘুনাথপুর সীমান্ত থেকে ৫টি বিদেশি পিস্তলসহ ২ অস্ত্র চোরাচালানিকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হচ্ছেন- শার্শার সাদীপুর গ্রামের মৃত মানিক মোড়লের ছেলে শাহ জামাল কালু (৫২) ও  তার ছেলে  সোহেল রানা (৩০)।

বিজিবি যশোর-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্র্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,  রোববার রাত দেড়টার দিকে সোর্স মারফত বিজিবি টহল দলের সদস্যরা জানতে পারেন একটি বড় ধরনের অস্ত্রের চালান সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশ করছে। ওই গোপন সংবাদে ভিত্তিতে বিজিবি কমান্ডার সুবেদার আহসান উল্লাহর নেতৃত্বে একটি আভিযানিক দল রঘুনাথপুর বিওপি চেক পোস্টের অদূরে অভিযান চালায়। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা একটি বস্তাভর্তি অস্ত্রের চালানটি ফেলে পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে আটক করে ও বস্তাভর্তি ৫টি বিদেশি পিস্তল ও ৬টি তাজা গুলি উদ্ধার করে। আটককৃত অস্ত্রসহ ব্যবসায়ী চোরাচালানিদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, বেশ কিছুদিন বন্ধ থাকার পর সম্প্রতি যশোরের সীমান্ত পথে অস্ত্র ও সোনার চোরাচালানি মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। সূত্র বলছে, অপেক্ষাকৃত নিরাপদ ও যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার কারণে অস্ত্র ও সোনার কারবারিরা এই রুটকে বেশি ব্যবহার করছে।