[ পাতা ১১ ] 22/06/2022
 
ডলারের দামের পার্থক্য কমছে
ডলারের দাম ধীরে ধীরে বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক। গতকাল মঙ্গলবার বাড়ানো হয়েছে ৫ পয়সা। আগের দিন সোমবার বাড়ানো হয়েছিল ১০ পয়সা। এর ফলে ডলারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯২ টাকা ৯৫ পয়সা। বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের ডলারের দামে যে বড় পার্থক্য তৈরি হয়েছিল, দাম বাড়ানোর ফলে তা কমে আসছে। এখন পার্থক্য ২-৩ টাকায় নেমে এসেছে, আগে যা ১০ টাকা পর্যন্ত উঠেছিল।

এদিকে সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংক গতকাল রিজার্ভ থেকে ১৪ কোটি ডলার বিক্রি করেছে। বাংলাদেশ নৌবাহিনীর আমদানি দায় মেটানোর জন্য এই ডলার বিক্রি করা হয়েছে। এতে প্রতি ডলারের দাম ধরা হয়েছে ৯২ টাকা ৯৫ পয়সা। এই দামকে আন্তব্যাংক দর বলছে কেন্দ্রীয় ব্যাংক। বিক্রি করায় কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪ হাজার ১০০ কোটি ডলারে নেমে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মঙ্গলবার প্রতি ডলার ৯২ টাকা ৯৫ পয়সা দরে বিক্রি করা হয়েছে। সরকারি আমদানি বিল মেটাতে রিজার্ভ থেকে ডলার বিক্রি করা হয়েছে।’

তবে ব্যাংকগুলো প্রবাসী আয় আনছে ৯৫ টাকা ও তার বেশি দরে। রপ্তানি বিলও নগদায়ন করছে একই দামে। ফলে আমদানিকারকদের এর চেয়ে বেশি দামে ডলার কিনতে হচ্ছে। তবে কোনো কোনো ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের চাপে কম দামে ডলার বিক্রি করছে। ফলে ডলার ব্যবসায় আগে মুনাফা হলেও এখন লোকসান গুনতে হচ্ছে।

ট্রেজারি বিভাগে যুক্ত একজন ব্যাংকার জানান, ৮৮ টাকায় যে ডলার কেনা ছিল, তা ৯২ টাকার ওপরে বিক্রি করা হয়েছে। এতে আগের চেয়ে মুনাফা বেড়েছে। এখন যে ডলার ৯৬ টাকায় সংগ্রহ করা হচ্ছে, তা কিছুটা কমে বিক্রি করতে হচ্ছে। ডলারের দাম পুরোপুরি জোগান ও চাহিদার ওপর ছেড়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যেত।

এদিকে চলতি মাসের ১-১৬ জুন পর্যন্ত ৯৬ কোটি ৪০ লাখ ডলার আয় পাঠিয়েছেন প্রবাসীরা। গত মে মাসে এসেছিল ১৮৮ কোটি ডলার।

প্রবাসী আয় আনতে ডলারের দামের সীমা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকগুলোকে জানিয়ে দেওয়া হয়, বাজারের সঙ্গে সংগতি রেখে ব্যাংকগুলো নিজেরাই ডলারের দাম নির্ধারণ করতে পারবে।

টাকার মান আরেক দফা অবমূল্যায়নের কারণে আমদানি ব্যয় আরও বাড়বে, আর লাভবান হবেন রপ্তানিকারকেরা। আমদানি পণ্যের দাম ও জাহাজভাড়া বেড়ে যাওয়ায় ইতিমধ্যে আমদানি ব্যয় বেড়েছে প্রায় ৪৪ শতাংশ। রপ্তানি ও প্রবাসী আয় দিয়ে তা মেটানো যাচ্ছে না। এতে তৈরি হয়েছে ডলার-সংকট। এ কারণে প্রতিনিয়ত বাড়ছে ডলারের দাম।