[ অনলাইন ] 05/07/2022
 
হেনোলাক্স গ্রুপের এমডি ও তার স্ত্রী গ্রেপ্তার
জাতীয় প্রেসক্লাবের সামনে নিজ গায়ে আগুন দেয়া ব্যবসায়ী গাজী আনিসের মৃত্যুর ঘটনায় হেনোলাক্স গ্রুপের এমডি নুরুল আমিন ও তার স্ত্রী ফাতেমা আমিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আত্মহত্যার প্ররোচনার দায়ে দায়ের করা মামলায় তাদের দু'জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার নুরুল আমিন ও তার স্ত্রী ফাতেমা আমিনকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

এর আগে, হেনোলাক্স গ্রুপের এমডি ও তার স্ত্রীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন নিহত গাজী আনিসের ভাই। এজাহারে বলা হয়, হেনোলাক্সের কাছে কোটি টাকার বেশি পাওনা না পেয়ে আত্মহননচেষ্টার পর মারা যান আনিস।

হেনোলাক্সের কাছে কোটি টাকার বেশি পাওনা ছিল গাজী আনিসের। সেই টাকা কোনোভাবেই ফেরৎ দিচ্ছিল না প্রতিষ্ঠানটি। এ নিয়ে গত ২৯ মে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনও করেন আনিস। কিন্তু, তাতেও পাওনা টাকা ফেরৎ না পেয়ে সোমবার প্রেসক্লাব প্রাঙ্গণে নিজের গায়ে আগুন দেন তিনি।

পেশায় ঠিকাদার ৫০ বছর বয়সী আনিসকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যায় লোকজন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে মৃত্যু হয় তার।

মায়ের মৃত্যুর পর পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও তেমন কোনও যোগাযোগ ছিল না গাজী আনিসের। ১৯৯০ পরবর্তী সময়ে কুষ্টিয়া শহর ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে হাতেখড়ি হয় আনিসের। এরপর কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন গাজী আনিস। তার আত্মহননচেষ্টার পর মৃত্যুর খবরে শোকাহত বন্ধু ও রাজনৈতিক সহযোদ্ধারা।