[ আনলাইন ] 06/07/2022
 
ঢাকা ব্যাংকের ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ সরকার
ঢাকা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান হিসেবে সম্প্রতি নির্বাচিত হয়েছেন মো. আমান উল্লাহ সরকার। ব্যবসায়িক ক্ষেত্রে ৩১ বছরের বিশেষ অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি তিনি বাংলাদেশের একটি খ্যাতনামা রহমত গ্রুপের সাথে নিযুক্ত আছেন যা দেশের টেক্সটাইল, স্পিনিং, উইভিং, প্লাস্টিক এবং এক্সেসরিজ তৈরির অন্যতম প্রধান নির্মাতা।

আমান উল্লাহ সরকার ১৮ মে, ১৯৬৪ সালে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আলহাজ মোহাম্মদ আলী সরকার ও মাতার নাম মিসেস আমিনা খাতুন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ. (অনার্স) এবং এম.এ. ডিগ্রি অর্জন করেন। একাডেমিক কৃতিত্ব অর্জন করার পর, তিনি আশির দশকে একজন প্রতিশ্রুতিশীল ব্যবসায়ী উদ্যোক্তা হিসেবে নিজের যাত্রা শুরু করেন।

পরবর্তী দুই দশকে, রহমত গ্রুপ প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত তার কর্মজীবনে সাফল্যের পরিধি ক্রমাগত বিস্তৃত হতে থাকে। তিনি রহমত স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, লোগোস অ্যাপারেলস লিমিটেড, বেলকুচি স্পিনিং মিলস লিমিটেড এবং রহমত সোয়েটারস (বিডি) লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছেন। এছাড়াও তিনি শাহী প্রোডাক্টেরও পার্টনার হিসেবেও নিযুক্ত আছেন। ব্যবসায়িক ক্ষেত্রে নানা অবদানের পাশাপাশি মো. আমান উল্লাহ সরকার সামাজিক কর্মকান্ডে তার বিশেষ অবদান রেখেছেন।