[ শেয়ারবাজার ] 06/07/2022
 
একদিনেই লেনদেন বেড়েছে ৪৫ শতাংশ
২০২২-২৩ অর্থবছরের তৃতীয় কর্মদিবসে গতকাল পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখিতা পরিলক্ষিত হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে গতকাল দুই কার্যদিবস পর সবগুলো সূচক বেড়েছে। এ সুযোগে পবিত্র ঈদুল আজহা সামনে রেখে মুনাফা তুলে নেয়ার প্রবণতা দেখা গেছে বিনিয়োগকারীদের মধ্যে। ফলে গতকাল এক্সচেঞ্জটিতে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৪৫ শতাংশ। দেশের আরেক পুঁজিবাজার সিএসইতেও গতকাল সূচক ও লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল সকাল ১০টায় লেনদেন শুরুর পর থেকেই ঊর্ধ্বমুখী ছিল ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স। মাঝে সূচকটি ৫০ পয়েন্টের বেশি বাড়লেও দিন শেষে তা সমন্বয় হয়ে ২৫ পয়েন্ট বৃদ্ধি নিয়ে লেনদেন শেষ হয়। সূচকটির সর্বশেষ অবস্থান দাঁড়িয়েছে ৬ হাজার ৩৭২ পয়েন্টে। সূচকের উত্থানে গতকাল সবচেয়ে বেশি অবদান রেখেছে বেক্সিমকো লিমিটেড, গ্রামীণফোন, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও তিতাস গ্যাসের শেয়ারের।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল প্রায় ১৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩০২ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮৯ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে গতকাল ৯৬০ কোটি ৭৯ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যেখানে আগের কার্যদিবসে লেনদেন ছিল ৬৬২ কোটি ৬১ লাখ টাকা। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৮২টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১৬০টির, কমেছে ১৫৯টির আর অপরিবর্তিত ছিল ৬৩টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৫ দশমিক ৯ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বিবিধ খাত। গতকাল সবচেয়ে বেশি ৩ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে কাগজ ও মুদ্রণ খাত থেকে। অন্যদিকে গতকাল সবচেয়ে বেশি নেতিবাচক রিটার্ন এসেছে চামড়া খাত থেকে, দশমিক ৫ শতাংশ।

দেশের আরেক পুঁজিবাজার সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৪৫ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২৫০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল প্রায় ৭৭ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৭৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩০১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৩টির, কমেছে ১২৬টির আর অপরিবর্তিত ছিল ৪২টির বাজারদর। গতকাল সিএসইতে ৪০ কোটি ৪১ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে।