[ P-1 ] 23/07/2022
 
চোরাকারবারিরা পালানোর পর বিএসএফ উদ্ধার করল ২১ কোটি রুপির সোনা
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁর গুনারমাঠ ক্যাম্পের বিএসএফ জওয়ানরা ৩২১টি সোনার বিস্কুট, চারটি সোনার বার ও একটি সোনার কয়েন উদ্ধার করেছেন। উদ্ধার হওয়া বিস্কুট ও বারের ওজন প্রায় ৪১ কেজি ৪৯১ গ্রাম, যার আনুমানিক বাজার দর ২১ কোটি ২২ লাখ টাকা। এ ছাড়া তারা একটি কাঠের নৌকা, চারটি মোবাইল ফোনসহ কিছু জিনিসপত্র উদ্ধার করেছেন।  বিএসএফ সূত্র জানান, গত বৃহস্পতিবার ভারত-বাংলাদেশ সীমান্তের গুনার মাঠ এলাকায় ইছামতি নদীর ধার দিয়ে পাচারকারীরা এ সোনা পাচারের চেষ্টা করছিল।

সে সময় জওয়ানরা পাচারকারীদের তাড়া করে এ বিপুল পরিমাণ সোনা উদ্ধার করেন। সূত্র বলছেন, সন্ধ্যা নাগাদ জওয়ানরা প্রায় সাত-আটজন সন্দেহভাজন চোরাকারবারিকে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ইছামতি নদীতে একটি কাঠের নৌকায় ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে দেখেন। এক সময় তাদের চ্যালেঞ্জের মুখে ফেলেন বিএসএফ জওয়ানরা। পরে চোরাকারবারিরা তাদের সব জিনিসপত্র ফেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। সেখানে ব্যাপক তল্লাশি চালিয়ে পাঁচটি ব্যাগ জব্দ করা হয়, যার মধ্যে ওই সোনার জিনিসপত্র পাওয়া যায়।