[ অনলাইন ] 26/07/2022
 
চট্টগ্রাম বন্দরে আরও দুটি মদের চালান জব্দ
কুমিল্লা, নীলফামারীর উত্তরা, ঈশ্বরদী ইপিজেডের বিভিন্ন প্রতিষ্ঠানের আইপি জালিয়াতি করে বিদেশি মদ পাচারের ব্যর্থ চেষ্টার পর এবার পাওয়া গেল মোংলা ইপিজেডের একটি প্রতিষ্ঠানের নামে আসা মদের চালান।

সোমবার এ রকম আরও দুটি চালান ধরা পড়েছে। এর মধ্যে একটি চালান বন্দরে এসেছে বাগেরহাটের মোংলা ইপিজেডের ভিআইপি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের নামে। এ চালানের ঘোষণা ছিল টেক্সটারড ইয়ার্ন।

অপর চালানটি এসেছে নীলফামারীর উত্তর ইপিজেডের ডং জিন ইন্ডাস্ট্রিয়াল বিডি কোম্পানি লিমিটেডের নামে। এ চালানের ঘোষণায় ছিল র মেটারিয়ালস পলিপ্রপিলিন রেসিন।

চট্টগ্রাম কাস্টম হাউসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার দায়িত্বে থাকা ডেপুটি কমিশনার মো. সাইফুল হক জানান, আরও ২ কনটেইনার মদের চালান বন্দরের ভেতর কাস্টম হাউস, চট্টগ্রামের এআইআর এবং পোর্ট কনট্রোল ইউনিট (পিসিইউ) আটক করেছে। বন্দরের এনসিটির সিএফএস শেডে ইনভেন্ট্রি (কায়িক পরীক্ষা) চলমান রয়েছে। এ দুটি চালান খালাসের লক্ষে কাস্টম হাউসে বিল অব এন্ট্রি দাখিল না হওয়ায় সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান কারা তা নিশ্চিত হওয়া যায়নি।