[ বাংলার মুখ ] 30/07/2022
 
নোয়াখালীর দুই নারী গ্রেফতার
নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন পরিষদের সচিব শেখ ফরিদের অশ্লীল ভিডিও ধারণ করে ফাঁদে ফেলে অর্থ আদায়ের অভিযোগে দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে এসব কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও ভিডিও উদ্ধার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী ইউপি সচিব তিনজনকে আসামি করে সুধারাম মডেল থানায় মামলা করেছেন। গ্রেফতাররা হলো-নোয়াখালী পৌরসভার শ্রীপুর গ্রামের খালেক দারোগার বাড়ির আক্তার হোসেনের মেয়ে সানজিদা আক্তার জেরিন ও চাটখিল পৌরসভার দশঘরিয়া হাজী বাড়ির মাহাবুব রব্বানীর স্ত্রী সুবর্ণা মাহাবুব। তিথি নামে এক মহিলা পলাতক রয়েছেন। শুক্রবার দুপুরে গ্রেফতার আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে বৃহস্পতিবার নোয়াখালী পৌরসভার মাইজদী হাউজিং এলাকা থেকে তাদের গ্রেফতার করে সুধারাম মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, নোয়াখালীর মাইজদী শহরে দীর্ঘদিন ধরে একটি চক্র বিত্তশালী পুরুষদের টার্গেট করে কৌশলে প্রেমের ফাঁদে ফেলে ভিডিও চ্যাটিংয়ের মাধ্যমে ঘনিষ্ঠ হয়। আবার অনেক সময় নির্জন কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক অশ্লীল ভিডিও ধারণ করে। পরে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ফেসবুকে ছড়িয়ে কিংবা পরিবারের সদস্যদের কাছে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবি করত এ চক্রের সদস্যরা।