[ পাতা ৩ ] 05/08/2022
 
বিনিয়োগকারী ও দক্ষ কর্মীদের ভিসা দেবে থাইল্যান্ড
দক্ষ কর্মী ও বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সেপ্টেম্বরে ১০ বছর মেয়াদি ভিসা চালু করবে থাইল্যান্ড। আগামী পাঁচ বছরে জাপান ও অন্যান্য উন্নত অর্থনীতির দেশ থেকে ১০ লাখ লোক আকর্ষণই এ কার্যক্রমের লক্ষ্য। অটোমোবাইল, ইলেকট্রনিকস ও বায়োটেকনোলজির মতো গুরুত্বপূর্ণ খাতগুলো সামনে রেখে এ দীর্ঘমেয়াদি ভিসার পরিকল্পনা করা হয়েছে।

এ বিষয়ে নিক্কেই এশিয়াকে দেয়া এক সাক্ষাত্কারে থাই বোর্ড অব ইনভেস্টমেন্টের (বিওআই) ডেপুটি সেক্রেটারি জেনারেল নারিত থেরস্টেরাসুকদি বলেন, এ আবাসিক ভিসার লক্ষ্য ‘অধিক সম্ভাবনাময় ও দক্ষ বিদেশী মানবসম্পদ’। আগামী ১ সেপ্টেম্বর আবেদন গ্রহণ শুরু হবে।

থাইল্যান্ড এমন অভিজ্ঞদের খুঁজছে, যারা শিল্প ও প্রযুক্তি সম্পর্কিত কোম্পানি বা গবেষণা প্রতিষ্ঠানে কাজ করছে। এর মধ্যে বৈদ্যুতিক যানবাহন, ইলেকট্রনিকস, ওষুধ ও প্রতিরক্ষাসহ ১০টির বেশি খাত অন্তর্ভুক্ত। বিদেশী কোম্পানির জন্য নিযুক্ত যেসব কর্মী দূর থেকে কাজ করতে চান তারাও এ ভিসার জন্য আবেদন ও থাইল্যান্ডে যেতে পারবেন। যাদের আর্থিক সম্পদের পরিমাণ ১০ লাখ ডলার এবং ৫০ বা তার বেশি বয়সী অবসরপ্রাপ্ত ব্যক্তি, যাদের পেনশনের মতো স্থিতি আয় রয়েছে তারা আবেদন করতে পারবেন।

সফল আবেদনকারীদের ডিজিটাল ওয়ার্ক পারমিট দেয়া হবে। ব্যক্তিগত আয়কর হার হ্রাসের মতো বিশেষ সুবিধা পাবেন তারা। বর্তমানে সব ভিসাধারীর জন্য এ হার ১৭-৩৫ শতাংশ পর্যন্ত। প্রতি বিদেশী কর্মীর বিপরীতে চারজন থাই নাগরিককে নিয়োগের বাধ্যবাধকতার বিষয়েও প্রতিষ্ঠানগুলোকে ছাড় দেয়া হবে। দেশীয় কর্মিবাহিনীকে রক্ষার জন্য নতুন ভিসাধারীদের ক্ষেত্রে বর্তমানে এ নিয়ম চালু রয়েছে। ছোট ও মাঝারি প্রতিষ্ঠানের পাশাপাশি স্টার্টআপগুলোও এ ছাড়ের সুবিধা নিতে পারবে।

যদিও এবারই প্রথম থাইল্যান্ড এমন ঘোষণা দিচ্ছে তা কিন্তু নয়। দক্ষ পেশাজীবী ও বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে আগেও দুবার ভিসা সুবিধা দেয় দেশটি। বিদ্যমান দুই স্কিমের মধ্যে ভিসা ওয়ার্ক পারমিট সুবিধা গত ৬০ বছরে জাপান, চীন, দক্ষিণ কোরিয়া ও অন্যান্য দেশ থেকে ৫০ হাজার কোম্পানি নির্বাহী ও পেশাজীবীদের আকৃষ্ট করেছে।

সর্বোচ্চ চার বছর থাকার প্রস্তাব দিয়ে ২০১৮ সালে চালু হয় স্মার্ট ভিসা প্রোগ্রাম, এ সুবিধা গ্রহণকারীর সংখ্যা ১ হাজার ২০০। যাদের অনেকেই ডিজিটাল দক্ষতাসম্পন্ন বিনিয়োগকারী ও উদ্যোক্তা, যুক্তরাষ্ট্র ও ইউরোপ থেকে এসেছেন তারা।

দীর্ঘমেয়াদি নতুন ভিসা স্কিম নিয়ে বিওআইয়ের নারিত বলছিলেন, এর আওতায় জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, যুক্তরাষ্ট্র ও ইউরোপ থেকে আবেদন আশা করছে ব্যাংকক। তবে এ কার্যক্রমের বিশদ অর্থনৈতিক পূর্বাভাস তারা প্রকাশ করেনি।

তিনি বলেন, গড়ে আমরা প্রতি ভিসাধারী থেকে ১০ লাখ বাত ব্যয় আশা করি। বোর্ড স্বল্পসময়ে প্রায় ১ ট্রিলিয়ন বাত বা ২ হাজার ৭৬০ কোটি ডলার ব্যয় ও বিনিয়োগের পূর্বাভাস দিয়েছে।

থাইল্যান্ডের দীর্ঘমেয়াদি ভিসা পরিকল্পনা এ অঞ্চলের নতুন শিল্প ও সরবরাহ ব্যবস্থার মধ্যে তীব্র প্রতিযোগিতা তৈরি করবে। করোনা মহামারীর তীব্র অভিঘাতে এ অঞ্চলের পর্যটন শিল্প ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিবর্তিত পরিস্থিতি দীর্ঘমেয়াদি ভিসা কার্যক্রম গ্রহণে ব্যাংকককে চাপ দিয়েছে।