[ শেষের পাতা ] 05/08/2022
 
দুবাইফেরত যাত্রীর কাছ থেকে এক কেজি সোনা জব্দ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে এক কেজি ওজনের অবৈধ সোনার বার ও স্বর্ণালংকার জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। তাঁর কাছ থেকে ১৯টি আইফোন, কয়েকটি মদের বোতলও জব্দ করা হয়।

গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটে করে সেই যাত্রী চট্টগ্রাম বিমানবন্দরে নামে। তিনি সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই থেকে দেশে ফেরেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক যাত্রীর নাম মিজানুর রহমান। তাঁর বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়। মিজানুরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক এ কে এম সুলতান মাহমুদ বলেন, সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে এক যাত্রী সোনার বার নিয়ে আসবে—এমন খবর ছিল আগে থেকেই। এ খবরের ভিত্তিতে যাত্রীর হাতে থাকা একটি ব্যাগ থেকে সোনার বার ও আইফোন জব্দ করা হয়েছে। জব্দ করা সোনার মধ্যে রয়েছে ছয়টি বার, চুড়ি ১২টি ও লকেট ১২টি। এসবের ওজন এক কেজি। এ ছাড়া ১৯টি আইফোন ও কয়েকটি মদের বোতলও জব্দ করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক মূল্য এক কোটি টাকা।