bankingtouch.com [ অনলাইন ] 18/09/2022
 
এক্সিম ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ ফিরোজ হোসেন

এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড বা এক্সিম ব্যাংক বাংলাদেশের একটি অন্যতম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক । সম্প্রতি এই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগ পেয়েছেন ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত থাকা মোহাম্মদ ফিরোজ হোসেন।

মোহাম্মদ ফিরোজ হোসেন পটুয়াখালী জেলার বাউফল থানার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের মো. হাবিবুর রহমানের (মানিক মিয়া) দ্বিতীয় ছেলে। তিনি কর্মজীবনে ১৯৮৮ সালে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে ন্যাশনাল ব্যাংকে কর্মজীবন শুরু করেন। ১৯৯৯ সালে এক্সিম ব্যাংকের প্রতিষ্ঠালগ্নে সহকারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন। মোহাম্মদ ফিরোজ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি অনার্সসহ এমএসসি সম্পূর্ণ করেন।

মোহাম্মদ ফিরোজ হোসেন পেশাগত দক্ষতা অর্জনে ভারত, নেপাল, সিঙ্গাপুর, হংকং, থাইল্যান্ড, চীন, যুক্তরাজ্য, জার্মানিসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নিয়েছেন। করেন। শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক হিসেবে মোহাম্মদ ফিরোজ হোসেন একাধিকবার চেয়ারম্যানস অ্যাওয়ার্ড ও স্বর্ণপদক লাভ করেন।