[ অনলাইন ] 11/01/2023
 
খেলাপি ঋণ দ্রুত কমিয়ে আনার নির্দেশ
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর খেলাপি ঋণ কমানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে আমানত বাড়ানোর পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে। আমানত কম থাকায় সরকারি ব্যাংকগুলো মুদ্রা বাজারে ধার কমিয়ে দিয়েছে। যে কারণে কলমানির সুদের হার বাড়ছে। মুদ্রাবাজারে সরকারি ব্যাংকগুলোকে সক্রিয় হতে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সঙ্গে এক বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তা ও ব্যাংকগুলোর এমডিরা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, আইএমএফ বাংলাদেশকে ঋণ দেওয়ার ক্ষেত্রে সরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণ কমানো ও ঋণের সুদের হার বাড়ানোর শর্ত আরোপ করেছে। আগামী ১৪ জানুয়ারি আইএমএফের ডিএমডি ঢাকায় আসছেন। ওই সময়ে ঋণে শর্তগুলো বাস্তবায়নের জন্য রাজনৈতিক অঙ্গীকার চাইবে সংস্থাটি। এ ছাড়া শর্ত বাস্তবায়নের অগ্রগতি জানতে চাইবে। তবে রিজার্ভের নিট হিসাব প্রকাশ ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর কাঠামো তৈরির জন্য সময় চাইবে।

বৈঠক সূত্র জানায়, বৈঠকে সরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণ কমানোর জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে এসব ব্যাংকে খেলাপি ঋণের হার ডাবল ডিজিটে রয়েছে। এ হার সিঙ্গেল ডিজিটে এক বছরের মধ্যে নামিয়ে আনতে হবে। এ জন্য দৃশ্যমান কয়েকটি উদ্যোগ নিতে বলা হয়েছে। এর মধ্যে বড় অংকের খেলাপি ঋণ নবায়ন বা আদায় করার পদক্ষেপ নিতে বলা হয়েছে। কিছু ঋণ অবলোপন করা যাবে। ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংক অবলোপনের নীতিমালা শিথিল করেছে।