andolonerbazar.com [ অনলাইন ] 28/03/2024
 
কুষ্টিয়ার ৪ কৃতি সন্তান রিহ্যাব এর পরিচালক নির্বাচিত
রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর পরিচালক পদে কুষ্টিয়ার ৪ কৃতি সন্তান নির্বাচিত হয়েছেন। রিহ্যাব সদস্যদের সরাসরি ভোটে একক জেলা থেকে রিহ্যাবে একই জেলা থেকে একসাথে ৪ জন পরিচালক নির্বাচিত হওয়া এটাই প্রথম ঘটনা। নির্বাচিত চার পরিচালক হলেন- আরমা রিয়েল এস্টেট লিমিটেডের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, অনির্বাণ অ্যাসেটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ: শেখ মোঃ শোয়েব উদ্দিন, এশিউর ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শেখ শাদী এবং হক হোম অ্যান্ড বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইমদাদুল হক। চারজনের মধ্যে পরবর্তীতে আরমা রিয়েল এস্টেট লিমিটেডের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিহ্যাব’র ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) পদে নির্বাচিত হন। 

গত ২৭ ফেব্র“য়ারি, ২০২৪ তারিখ সরাসরি ভোটে তাঁরা বিপুল ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন। নির্বাচনে জাপান গার্ডেন সিটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওয়াহিদুজ্জামান প্রেসিডেন্ট এবং ব্রিক ওয়ার্কস ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান লিয়াকত আলী ভূইয়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচত হন। গত ১০ মার্চ, আনুষ্ঠানিকভাবে তাঁরা দায়িত্ব গ্রহণ করেন। কুষ্টিয়ার ৪ কৃতি সন্তান তাঁদের স্ব স্ব মহিমায় উদ্ভাসিত। এদের মধ্যে আব্দুর রাজ্জাক- আরমা গ্রুপের চেয়ারম্যান। প্রতিষ্ঠাতা ও সভাপতি আরমা ওয়েলফেয়ার সোসাইটি, বনশ্রী, ঢাকা। আব্দুর রাজ্জাক স্কুল অ্যান্ড কলেজ, বনশ্রী, ঢাকা। আব্দুর রাজ্জাক ফিশারিজ টেকনোলজি ইনস্টিটিউট,দৌলতপুর, কুষ্টিয়া। সিনিয়র সহ-সভাপতি-২০১৮-২০২৪ মহাসচিব-২০১১-২০১৪ কুষ্টিয়া জেলা সমিতি ঢাকা, সাধারণ সম্পাদক-২০২৩-২০২৫ দৌলতপুর উপজেলা সোসাইটি ঢাকা। নাগরিক কমিটি, কুষ্টিয়া ও বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম ঢাকা এর নির্বাহী সদস্য। প্রকৌঃ শেখ মো. শোয়েব উদ্দিন- বি.এস.সি ইঞ্জিনিয়ারিং (সিভিল), কুয়েট, এমবিএ ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান অনির্বাণ হোল্ডিংস লিমিটেড।  মো. শেখ সাদী- ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান এশিউর গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি: লিবার্টি ক্লাব লিমিটেড, উত্তরা ঢাকা। 

দাতা সদস্য: ঢাকা বোট ক্লাব লিমিটেড ও উত্তরা রয়েল ক্লাব লিমিটেড।  মো. ইমদাদুল হক- ব্যবস্থাপনা পরিচালক হক হোম অ্যান্ড বিল্ডার্স লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা: হক সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, হক জেএসপি এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, এস.পি ইলেকট্রনিকস লিমিটেড, এস.পি ট্রেডার্স চেয়ারম্যান- মেরিট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, স্বপ্ন স্কলার ফাউন্ডেশন আজীবন সদস্য- বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম ঢাকা। সদস্য-কুষ্টিয়া বার এসোসিয়েশন, কুষ্টিয়া। বাংলাদেশ বার কাউন্সিল। সাবেক প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান-মেরিট মডেল স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়া। সাবেক ভাইস চেয়ারম্যান- কুষ্টিয়া স্কুল এসোসিয়েশন, কুষ্টিয়া। তাঁরা ৪ জনই রিয়েল এস্টেট ব্যবসা ছাড়াও আরো বিভিন্ন সামাজিক, জনকল্যাণমূলক ও ব্যবসায়িক সংগঠনের নানা কার্যক্রমের সাথে জড়িত থেকে নেতৃত্ব দিচ্ছেন।