[ অনলাইন ] 28/03/2024
 
রাজউকের উচ্ছেদ অভিযান
ঢাকার কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের মধুসিটিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। গতকাল বুধবার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মধুসিটি হাউজিং ও ভাওয়াল গার্ডেন এলাকায় নির্মাণাধীন অবৈধ ভবনে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার। তিনি জানান, অভিযান পরিচালনাকালে হাউজিং এর মালিক পক্ষ পালিয়ে যায়, যে কারণে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি। এ ছাড়া ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে এই এলাকায় নির্মাণাধীন ৭টি ভবনের আংশিক অপসারণসহ ৩টি ভবনের মালিক নির্মাণকাজ বন্ধ রাখবেন এবং রাজউক এর অনুমোদন নিয়ে পুনরায় নির্মাণকাজ শুরু করবেন মর্মে মুচলেকা প্রদান করেন। কেরানীগঞ্জের বেশ কয়েকটি অনুমোদনহীন স্থাপনা রাজউক ভেঙে দিয়েছে। আমরা সেই ভবনগুলো ভেঙে দিয়েছি। কেরানীগঞ্জে খাল-নদী ভরাট করে কোনো ভবন নির্মাণ করা যাবে না। তিনি আরো বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষর অধীন এলাকায় হাউজিং কার্যক্রম পরিচালনা করার জন্য রাজউকের অনুমোদন বাধ্যতামূলক। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান থাকবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, অথরাইজড অফিসার সাঈদা ইসলাম, সহকারী অথরাইজড অফিসার মো: ইসমাইল হোসেন, প্রধান ইমারত পরিদর্শক সজল মজুমদার, ইমারত পরিদর্শক শুভ সাহা, মো: আমিনুল ইসলাম, মো: সাইফুল ইসলামসহ রাজউকের অন্যান্য কর্মকর্তারা।