[ অনলাইন ] 16/04/2024
 
একীভূতকরণের খবরে ইউসিবির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ন্যাশনাল ব্যাংকের শেয়ারের দাম
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ও ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) একীভূতকরণের খবর প্রকাশিত হওয়ার পর ইউসিবির শেয়ারের দাম বেড়েছে। অন্যদিকে কমেছে এনবিএলের শেয়ারের দাম।

একীভূত হওয়ার খবর প্রকাশের পর আজ (১৫ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের প্রথম সেশনে ইউসিবির শেয়ারের দাম ০.৮৮ শতাংশ বেড়ে প্রতিটি শেয়ার ১১.৫০ টাকায় লেনদেন হয়েছে। অন্যদিকে এনবিএলের শেয়ারের দাম প্রায় ৬ শতাংশ কমে প্রতিটি শেয়ার ৬.৫০ টাকায় লেনদেন হয়েছে।

গত ৯ এপ্রিল স্টেকহোল্ডারদের এক সভায় এ দুই ব্যাংকের মধ্যে একীভূতকরণের সিদ্ধান্ত নেওয়া হয় বলে উভয় ব্যাংকের কর্মকর্তারা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান।

ওই সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার।