[ অনলাইন ] 16/04/2024
 
চাঁদপুরে কয়েক কোটি টাকা নিয়ে ব্যাংক ব্যবস্থাপক উধাও
চাঁদপুরে অতিরিক্ত মুনাফা দেওয়ার কথা বলে গ্রাহকদের কয়েক কোটি টাকা নিয়ে এক ব্যাংক ব্যবস্থাপক নিখোঁজ রয়েছেন। শ্রীকান্ত নন্দী নামে ওই ব্যবস্থাপক পূবালী ব্যাংক পিএলসি চাঁদপুর শহরের নতুন বাজার শাখায় কর্মরত। এ ঘটনায় ব্যাংকের বর্তমান দায়িত্বরত ব্যবস্থাপক চাঁদপুর সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এখন পর্যন্ত ২ কোটি ৫১ লাখ টাকা ওই ব্যবস্থাপক নিয়ে গেছেন বলে জানিয়েছেন দুই গ্রাহক।

নিখোঁজ ব্যাংক ব্যবস্থাপক শ্রীকান্ত (৪০) জেলার কচুয়ার ঘাগড়া গ্রামের বাসিন্দা। সোমবার দুপুরে ব্যাংকের ওই শাখায় গিয়ে বর্তমান দায়িত্বরত ব্যবস্থাপক মো. হুমায়ুন কবির, মডেল থানার তদন্তকারী কর্মকর্তা নজরুল ও গ্রাহকদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নজরুল বলেন, আমরা তদন্ত করে দেখছি। লেনদেনের বিষয়ে কোনো অভিযোগ থাকলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

ব্যাংকের নিয়মিত গ্রাহক স্থানীয় ব্যবসায়ী আকবর হোসেন লিটন জানান, ঈদের আগে ব্যাংকের ব্যবস্থাপক শ্রীকান্ত আমার কাছ থেকে টাকা ধার চান। তাকে ১ কোটি ৭৬ লাখ টাকা দিই। কিন্তু তিনি টাকা নিয়ে ব্যাংক থেকে চলে যান। এ ঘটনায় আমি ১৩ এপ্রিল থানায় জিডি করেছি।

আরেক গ্রাহক কচুয়ার আশ্রাফপুর এলাকার দলিল লেখক মারুফ। অধিক মুনাফা দেবেন বলে তার কাছ থেকে ব্যবস্থাপক শ্রীকান্ত নেন ৭৫ লাখ টাকা। মারুফের আত্মীয় একই ব্যাংকের গ্রাহক নাছির উদ্দিন খান বলেন, ঈদের পরে টাকা ফেরত দেবেন বললেও এখন শ্রীকান্ত নিখোঁজ।

ব্যবস্থাপক হুমায়ুন বলেন, ঈদের আগে শেষ কর্মদিবসে আমাকে এই শাখার দায়িত্ব দেওয়া হয়েছে। আজকেই এই শাখায় যোগ দিয়েছি। শ্রীকান্তকে না পেয়ে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি অবগত করে থানায় জিডি করা হয়েছে। এদিকে শ্রীকান্তর ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।