[ অনলাইন ] 17/04/2024
 
অর্থ আত্মসাতে গ্রামীণ ব্যাংকের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা
পরস্পর যোগসাজশে ২ লাখ ৬৯ হাজার ৬১২ টাকা আত্মসাতের অভিযোগে গ্রামীণ ব্যাংকের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় আসামি করা হয়েছে গ্রামীণ ব্যাংকের ডুমুরিয়া টুঙ্গিপাড়া শাখার টুঙ্গিপাড়া এরিয়ার অফিসার অসীম বৈদ্য, সাবেক শাখা ব্যবস্থাপক ও প্রিন্সিপাল অফিসার সজল কুমার মজুমদার এবং টুঙ্গিপাড়া এরিয়া অফিসার শেখ নাজমুল ইসলামকে।

এজাহারে বলা হয়, আসামিরা গ্রামীণ ব্যাংক, ডুমুরিয়া টুঙ্গিপাড়া শাখায় গত ১১/১১/২০১৯ থেকে ১৫/০৯/২০২০ তারিখে কর্মরত থেকে বিভিন্ন ঋণগ্রহীতার স্বাক্ষর নিয়ে ঋণের অর্থ তাদের না দিয়ে এবং ঋণ গ্রাহকের কাছ থেকে কিস্তির টাকা ব্যাংকে জমা না করে ২ লাখ ৬৯ হাজার ৬১২ টাকা প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করে, যা দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ।