[ অনলাইন ] 24/04/2024
 
অর্থ আত্মসাৎ মামলায় যুবলীগ নেতার কারাদন্ড

চট্টগ্রামে অর্থ আত্মসাতের মামলায় হাটহাজারীর নাঙ্গলমোড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আলতাফ হোসেনকে ১০ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রামের ষষ্ঠ যুগ্ম মহানগর দায়রা জজ আফরুজা খাতুনের আদালত এ রায় দেন। আলতাফ হোসেন নাঙ্গলমোড়ার শামসুল আলমের ছেলে। বাদীর আইনজীবী অ্যাডভোকেট অর্ণব তালুকদার বলেন, টাকা আত্মসাতের মামলায় আলতাফ হোসেনকে ১০ মাস বিনাশ্রম কারাদন্ড ও ১০ লাখ টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছেন আদালত। রায়ের সময় আলতাফ হোসেন অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। আদালতসূত্রে জানা যায়, বাদী মোহাম্মদ পারভেজ আলতাফ হোসেনের পূর্বপরিচিত। পারভেজের কাছ থেকে ১০ লাখ টাকা ধার নেন আলতাফ হোসেন।

এর বিপরীতে পারভেজকে ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর ইসলামী ব্যাংক আন্দরকিল্লা শাখার ১০ লাখ টাকার চেক দেন। ২৬ সেপ্টেম্বর সংশ্লিষ্ট ব্যাংকে চেকটি উপস্থাপন করলে অপর্যাপ্ত তহবিল মর্মে চেকটি ডিজঅনার স্লিপসহ বাদীকে ফেরত দেওয়া হয়। পাওনা পরিশোধে অহেতুক সময় ক্ষেপণ করে টাকাগুলো আত্মসাৎ করেন। ওই বছরের ৭ নভেম্বর তিনি আদালতে মামলা করেন। এ মামলা ছাড়াও আলতাফ হোসেনের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের একাধিক মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে।